৩৫ পা দিলেন রণবীর সিং, মধ্যরাতে কী শুভকামনা জানালেন শ্যালিকা অনিশা?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

৩৫ -এ পা দিলেন বলিউডের অন্যতম স্টাইলিশ অভিনেতা রণবীর সিং ৷দীপিকা পাড়ুকোনের বোন অনিশা ঠিক জন্মদিনের মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২ টা ছুঁতেই ইনস্টাগ্রাম স্টোরিতে জামাইবাবু রণভীরকে জন্মদিনের শুভকামনা জানিয়েছেন। অনিশা, দীপিকা এবং রণভীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব কমই পোস্ট করেন। তবে জন্মদিনের উপলক্ষ্যে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রণভীরের জন্য শুভকামনা জানিয়ে অনিশা লিখেছেন: “জনমদিন কী হার্দিক শুভ কামনায়ে জিজাজি”। অনিশা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রণভীরের জিআইএফ যোগ করেছেন।

g504i85o ranveer

আরও পড়ুন: #DilBecharaTrailer: সুশান্ত ভক্তদের চোখে জল, মুক্তি পেল ‘দিল বেচারা’-র ট্রেলার

দীপিকার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই দীপিকার বোন অনিশাকে খুবই স্নেহ করেন রণবীর ৷ আর তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া দীপিকা, অনিশা ও রণবীরের ছবি ৷ এমনকী, জামাইবাবু রণবীরকেও ভালোবাসেন অনিশা ৷ আর তাই তো রণবীরের জন্মদিনে শুভেচ্ছা জানাতে একেবারেও দেরি করলেন না তিনি ৷ অনিশা পাডুকোনকে প্রায়ই দীপিকা পাডুকোনের ইনস্টাগ্রামে দেখা যায়। গত বছরের দীপিকা এবং রণভীর এবং অনিশার খুনসুটির এই ছবিটাই তিন জনের বন্ডিংয়ের প্রমাণ। অনিশা পাডুকোন নিজে একজন পেশাদার গল্ফার।

https://www.instagram.com/p/BwoqH6xgK45/

 

লকডাউনের আগে রণভীর সিং তাঁর আগামী দু’টি চলচ্চিত্রের শুটিং সেরে রেখেছিলেন- ’83’ এবং ‘জয়েশভাই জোরদার’। কবির খান পরিচালিত ’83’ এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা ছিল তবে করোনাভাইরাস লকডাউনের কারণে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। দীপিকাও এই সিনেমায় রণভীরের সঙ্গে অভিনয় করবেন। যশরাজ ফিল্মের ‘জয়েশভাই জোরদার’ ২ অক্টোবর পর্দায় মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। রণভীর অক্ষয় কুমারের ‘সুর্যবংশীতে’ও ছোট্ট ভূমিকায় অভিনয় করবেন, যা সিনেমা হলে মুক্তি পাবে। রণভীরের আগামী কাজের মধ্যে করণ জোহরের পিরিয়ড ড্রামা ‘তখত’ও রয়েছে। আলিয়া ভাট অভিনীত জোয়া আখতারের ২০১৯ সালের চলচ্চিত্র ‘গলি বয়’, রণবীরের শেষ মুক্তি পাওয়া সিনেমা।

আরও পড়ুন: International Kissing Day 2020: বলিউডের যে তারকারা প্রকাশ্যেই চুম্বন করেছেন একে অপরকে, দেখুন ছবি…

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest