সুশান্ত মৃত্যুতে সুবিধা নিচ্ছেন কিছু ‘অর্ধ-শিক্ষিত উঠতি নায়িকা’, শাহের মন্তব্যে ক্ষুব্ধ কঙ্গনা!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ জানান, বলিউডে কোনও ‘মুভি মাফিয়া’ নেই। একইসঙ্গে কারোর নাম না করে তিনি বলেন, ‘অনেকেই ইন্ডাস্ট্রির প্রতি বিষোদগার করে ব্যক্তিগত শত্রুতা মেটাচ্ছেন। অর্ধ-শিক্ষিত এক উঠতি অভিনেত্রী কী বলছেন, তা জানতে কারোর কোনও আগ্রহ নেই। উনি তো সুশান্তের জন্য বিচার চাওয়ার দায়িত্ব, যেন নিজের কাঁধেই তুলে নিয়েছেন।’ সুশান্তের মতো ‘তরুণ প্রতিভার’ মৃত্যুতে তিনি শোকাহত জানিয়ে বিচার ব্যবস্থায় বিশ্বাস রাখার কথা বলেছেন নাসিরউদ্দিন শাহ। তাঁর কথায়, ‘বিচার ব্যবস্থায় বিশ্বাস রাখতে হবে। এটা কারোর ব্যক্তিগত বিষয় নয়।’

নাসিরউদ্দিনের কথায় একমত অভিনেত্রী স্বরা ভাস্করও। তাঁর কথায় ‘আমরা কেন নিজেদের বিচারক ভাবতে শুরু করেছি?’ সাক্ষাৎকারে কোথাও কঙ্গনা রানাওয়াতের নাম উচ্চারণ করেননি তিনি। যদিও নাসিরউদ্দিনের মন্তব্যের প্রথম প্রতিক্রিয়া এসেছে কঙ্গনা রানাওয়াতের টিমের তরফ থেকেই । তাদের তরফে টুইটে বর্ষীয়ান অভিনেতার সঙ্গে কঙ্গনার অভিনয়ের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। টুইটে অভিনেত্রী লিখেছেন, ‘নাসির জি, আপনি বড় অভিনেতা। এত বড় শিল্পীর গালিও ঈশ্বরের প্রসাদের মতো। আমি এতে অভ্যস্ত। তবে আমি যদি প্রকাশ পাড়ুকোন বা অনিল কাপুরের মেয়ে হতাম, আপনি কি একই কথা বলতেন?’

আরও পড়ুন: শুভশ্রীর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ, টুইটারে জানালেন স্বামী রাজ

এরপরই সোশ্যাল মিডিয়ায় নাসিরউদ্দিন শাহকে ঘিরে মন্তব্যে ঝড় উঠেছে। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সুচারু ভাবে নিজের দিকে লাইমলাইট ঘুরিয়ে নিতে পেরেছেন একমাত্র কঙ্গনাই। সেই কারণে নাসিরুদ্দিন শাহের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে তাঁর শিবিরের লোকজন। আর এখন তাঁর শিবির বলতে খানিকটা গেরুয়া শিবিরের লোকজন বোঝায় এখন। কারণ সকাল- সন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দলের প্রশংসা করে টুইট করেন কঙ্গনা। সংখ্যালঘুদের তোপ দাগতেও পিছপা হন না। সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ভাষণের জন্যই বন্ধ হয়ে গেছে তাঁর বোন রঙ্গোলি চন্ডেলের টুইটার একাউন্ট।

এই অবস্থায় ফের একবার সচেতন ভাবে নিজের দিকে আলো ঘোরাতে চাইছেন গুটিকয় হিট ছবির নায়িকা। যদিও সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, অভিনেতার মৃত্যুর সঙ্গে স্বজনপোষণের কোনো সম্পর্ক নেই। বরং একতা কাপুর, আদিত্য চোপড়া অনেক সাহায্য করেছেন সুশান্তকে। কিন্তু কঙ্গনা থামতে নারাজ। তবে একথা প্রচার পাওয়াটাকে জীবনের অন্যতম লক্ষ্য করে নেওয়া মানুষরা কবে আর অল্পে সন্তুষ্ট হন?

আরও পড়ুন: মত্ত অবস্থায় তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন সুশান্তের দিদি, নয়া অভিযোগে ঝড় তোলার চেষ্টা রিয়ার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest