‘একটু তো লজ্জা হোক’, বিদেশে ছুটি কাটাতে যাওয়া তারকাদের বার্তা নওয়াজউদ্দিনের

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়েছেন নওয়াজ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কতটা দায়িত্বজ্ঞান শূন্য হলে মানুষ এমনটা করতে পারে! যেখানে দেশের এমন বিপদ, এমন বিভীষিকাময় পরিস্থিতি, কাতারে কাতারে মানুষ মরছে, স্বাস্থ্য পরিকাঠামো ব্যর্থ হয়ে যাচ্ছে, সেখানে গায়ে হাওয়া লাগিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন তারকারা । দেশের মানুষ না খেতে পেয়ে মরছেন, আর জলের মতো টাকা ব্যয় করছেন তারকারা । নূন্যতম চক্ষুলজ্জাও নেই ।  এমন সময় নিজের সহকর্মীদের দিকে আঙুল তুললেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। দায়িত্বজ্ঞানহীন বলে দাগিয়ে দিলেন তাঁদের।

অতিমারির সঙ্কটের মধ্যেই বলিউডের বহু তারকা উড়ে গিয়েছেন বিদেশে ছুটি কাটাতে। অবসর যাপনের জন্য সিংহভাগই বেছে নিয়েছে্ন মলদ্বীপকে। জাহ্নবী কপূর, দিশা পাটানি, শ্রদ্ধা কপূর, আলিয়া ভট্টের মতো তারকাদের ইনস্টাগ্রামের দেওয়ালে সাজানো রয়েছে নীল জলের দেশে কাটিয়ে আসা নানা মুহূর্তের ছবি। কঠিন সময়ে এ ভাবে দেশ ছেড়ে নিশ্চিন্তের দিন কাটানোয় তাঁদের দিকে কটাক্ষবাণ ছুড়ে দিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: কাঠগোলাপ-কেক আর ভালোবাসায় স্বস্তিকার জন্মদিন পালন শোভনের

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়েছেন নওয়াজ। তাঁর কথায়, “দেশ যখন মন্দায় ভুগছে, বিনোদন জগতের তারকারা তখন ছুটি কাটাতে গিয়ে ছবি পোস্ট করছেন।” এখানেই থেমে যাননি তিনি। সহকর্মীদের উদ্দেশে নওয়াজউদ্দিনের বার্তা, “মানুষের খাবার কেনার টাকা নেই, আপনারা টাকা নষ্ট করছেন। একটু লজ্জা বোধ তো করুন!”

বর্তমান অবস্থায় মানুষের অনটনের কথা ভেবে বলিউড তারকাদের ‘সদয়’ হওয়ার উপদেশ দিয়েছেন অভিনেতা। নিজেদের অর্থ বা প্রতিপত্তি দেখিয়ে মানুষের কষ্ট আরও বাড়িয়ে না তোলার নিদানও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিতর্কের আরেক নাম অরিজিৎ সিং, কারন জানার জন্য পড়ুন এই ১০ তথ্য…

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest