মাধুরী দীক্ষিত -সরোজ খান রসায়ন! বিখ্যাত সব গান-নাচের এই ছিল জবরদস্ত জুটি! দেখুন সেই সব নাচ…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest:  শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মাস্টারজী। বহু অভিনেতার কেরিয়ারে ত্বরান্বিত হয়েছিল তাঁর ছোঁয়ায়। মাধুরী দীক্ষিতের সঙ্গে সরোজ খানের যুগলবন্দী তো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় বইয়ে দিয়েছিল।

মাধুরী দীক্ষিতের জনপ্রিয়তার পিছনে অবশ্যই সরোজ খানেরঅবদান থাকবে৷ কারণ তিনি না থাকলে এভাবে একের পর এক নাচে নিজেকে মেলে ধরতে পারতেন না মাধুরী৷ সরোজের জন্যই তো মাধুরীর নাম হয়ে গেল ‘ধকধক গার্ল’! কোরিয়োগ্রাফার সরোজ খান নেই, খবরটা শুনে নিজেকে ধরে রাখতে পারলেন না ধক ধক গার্ল।

টুইটারে মাধুরী দীক্ষিত তাঁর গুরু ও বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখলেন, ”বন্ধু ও গুরুর প্রয়াণে ধ্বস্ত। নাচের সম্পূর্ণতায় পৌঁছতে পারার জন্য চিরকাল ওর কাজের কাছে নতশীর থাকবো। বিশ্ব অত্যন্ত গুণী মানুষকে হারাল। তোমাকে মনে পড়বে। পরিবারের প্রতি সমবেদনা।”

মাধুরীকে এই অবতারে চেনেন না এমন কেউ নেই৷ বিখ্যাত সেই গান এক দো তিন (Ek Do Teen), তেজাব (Teezab) ছবির৷ এই গানে তাঁর শরীরী ভাষা, ঝড় তুলেছিল আসমুদ্র হিমাচলে৷ তবে এর পিছনে ছিলেন সরোজ খান৷ তিনিই কোরিওগ্রাফ করেছিলেন এই জনপ্রিয় নাচের৷ মাধুরী ও সরোজের রসায়ন ছিল অনবদ্য!

এরপর মনের ভিতর মোচর দেওয়া ধকধকের সেই স্টেপ! অনিল কাপুরের বুকে গরম নিঃশ্বাস পড়ছে মাধুরীর এবং সেই সঙ্গে উথাল পাতাল হচ্ছে শরীর! পর্দাজুড়ে চুঁয়ে পড়ছে শরীরী অ্যাপিল৷ ব্যাস, আবার হিট মাধুরী-সরোজের জুটি! বেটা(Beta) ছবির ধকধক করনে লগা(DhakDhak Karne Laga) গানটির পর মাধুরী হয়ে গেলেন ধকধক গার্ল!

আরও পড়ুন: উনিশ দিন পার! সুশান্ত কাণ্ডে এখনও অধরা যে সব প্রশ্নের উত্তর…

চোলি কে পিছে ক্যায়া হ্যায় (Choli ke peeche), খলনায়ক(khalnayak) ছবির গান! আসলে মাধুরী নাচের ভাষা বোঝেন৷ তাই সরোজও মন ভরে তাঁর জন্য তৈরি করেছিলেন একের পর এক নাচের স্টেপ, যা শুধু হাত-পায়ের দোল নয়, ছিল আবেগে ভরা৷ যে কারণে মাধুরী ও সরোজের জুটি চিরকালই ছাপ ফেলে গিয়েছে৷

সয়লাব (Sailaab) ছবির ‘হামকো আজ কাল হ্যায়’ নাচের জন্য সরোজ পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড৷ মাধুরীর সরু কোমর কীভাবে করে তুলতে হবে আরও লাস্যময়ী ভালভাবেই জানতেন সরোজ৷

এরপর দেবদাসের (Devdas)ডোলা রে-তে (Dola re Dola) মাধুরীর সঙ্গে ঐশ্বর্যকেও একসঙ্গে পেলেন সরোজ৷ পর্দাজুড়ে যেন চলল নাচের প্রতিযোগিতা৷ নাচের ক্ষেত্রে মেয়েদের শরীরী ভাষা কতটা গুরুত্বপূর্ণ সেটা খুব ভাল বুঝতেন সরোজ৷ তাই তো নারী শরীরকে আরও আবেদনময়ী করে তুলতেন তাঁর নাচের স্টেপে৷

কলঙ্ক(Kalannk) ছবিতেও মাধুরীর জন্য শেষবার কোরিওগ্রাফ করেছিলেন সরোজ খান৷ ছবিটি ফ্লপ হলেও মাধুরী-সরোজের জুটি কিন্তু ছিল অনবদ্য৷

আরও পড়ুন: থেমে গেল হৃদয়ের ধক-ধক!হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কোরিয়োগ্রাফার সরোজ খান

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest