BOMBAY HC DISMISSES KANGANA RANAUTS PLEA SEEKING QUASHING OF DEFAMATION CASE INITIATED ON JAVED AKHTARS PLAIN

জাভেদ আখতারের মানহানি মামলায় আদালতে মোক্ষম ধাক্কা খেলেন কঙ্গনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আদালতে ধাক্কা খেলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ৷ গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar) তাঁর বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন, তা খারিজ করে দেওয়ার আর্জি জানিয়ে বম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ তবে বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত ৷

এই আবেদন নিয়ে নির্দেশ গত 1 সেপ্টেম্বর রিজার্ভে রেখেছিলেন বিচারপতি রেবতী মোহিতে দেরে (Revati Mohite Dere)৷ আজ তিনি জানিয়ে দিয়েছেন, আবেদনকারীর পিটিশন খারিজ করে দেওয়া হচ্ছে ৷

সাংবাদিক অর্ণব গোস্বামীকে একটি টেলিভিশন সাক্ষাৎকার দেওয়ার সময় কঙ্গনা রানাওয়াত জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানিকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন – এই অভিযোগে গত বছর নভেম্বর মাসে আন্ধেরি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে অভিনেত্রীর বিরুদ্ধে ফৌজদারী অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ 2020 সালের ডিসেম্বর মাসে কঙ্গনার বিরুদ্ধে আখতারের সেই অভিযোগ খতিয়ে দেখতে জুহু পুলিশকে তদন্তের নির্দেশ দেয় আদালত ৷ সেই তদন্তের ভিত্তিতে ফৌজদারী ধারায় তদন্তপ্রক্রিয়া শুরু হয় এবং চলতি বছর ফেব্রুয়ারি মাসে কঙ্গনাকে সমন পাঠানো হয় ৷

ফৌজদারী মামলার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে চলতি বছরের শুরুর দিকেই আন্ধেরি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছিলেন বলিউডের কুইনের আইনজীবী রিজওয়ান সিদ্দিকী (Rizwan Siddiquee)৷ তাঁদের দাবি ছিল, এই মামলায় নিজের মাথা খাটাতে ব্যর্থ হয়েছে আদালত ৷

আরও পড়ুন:  ত্রিপুরায় সিপিএম পার্টি অফিসে আগুন -বোমা, হামলা সংবাদমাধ্যমের উপরও, ‘হিটলারি জমানা’ বলে বিজেপি-কে নিশানা তৃণমূলের

যদিও জাভেদ আখতারের আইনজীবী জয় ভরদ্বাজ আদালতকে বলেন, গীতিকারের অভিযোগ পড়ে ও কঙ্গনার সাক্ষাৎকারের অংশবিশেষ যেখানে তিনি মানহানিকর মন্তব্য করেছেন, তা দেখার পর পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট ৷

তবে ফৌজদারী মানহানিকর মামলার তদন্তপ্রক্রিয়া বন্ধ করার দাবিতে কঙ্গনা বম্বে হাইকোর্টে যে আবেদন জানিয়েছিলেন, তাতে সায় দেয়নি আদালত ৷ খারিজ করে দেওয়া হয়েছে অভিনেত্রীর আবেদন ৷

আরও পড়ুন: রাজ্যের ৬১ জন BJP বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করছে কেন্দ্র! নবান্নকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest