Boney-Sridevi-Janhvi: Boney Kapoor reveals Janhvi Kapoor wasn't born before he married Sridevi

Boney-Sridevi-Janhvi: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন শ্রীদেবী? পুরনো বিতর্কে মুখ খুললেন বনি কাপুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজও অনেকেই দাবি করেন, জাহ্নবীকে নিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই নাকি সাত তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছিল বনি আর শ্রীদেবীকে। সত্যিই কি তাই?

সত্যিই কি তাই? সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেই বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা অর্জুন কাপুরের (প্রথম স্ত্রীর ছেলে) বাবা বনি কাপুর। এই প্রযোজক দাবি করেন, ‘আমার দ্বিতীয় বিয়ে শ্রীদেবীর সঙ্গে। যেটি হয়েছিল ১৯৯৬ সালের ২ জুন শিরডির মন্দিরে। বিয়ের পর আমরা এক রাত মন্দিরে ছিলামও। জানুয়ারি মাসে শ্রীদেবীর প্রেগন্যান্সি স্পষ্ট হয়।’

বনি জানান, ‘তখন আর সামাজিক বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না। আমরা ১৯৯৭ সালের জানুয়ারিতে সামাজিক ভাবে বিয়ে করি। অনেকেই মনে করেন যে, জাহ্নবী এসেছে (জন্ম ৬ মার্চ, ১৯৯৭) আমাদের বিয়ের আগেই, তবে তা একেবারেই ভুল।’

আরও পড়ুন: Parineeti-Raghav wedding: কাল রাঘবের সঙ্গে সাত পাক পরিণীতির, তাজ লেক প্যালেসে হাজির বরপক্ষ

এদিকে, যার জন্ম নিয়ে বিতর্ক, সেই জাহ্নবী কাপুর এখন বলিউডের সুপরিচিত মুখ। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমাটি দিয়ে তার অভিষেক হয়। সেটি তেমন ব্যবসা না করলেও তারকা সন্তান হিসেবে জাহ্নবী কাজ করে চলেছেন হিন্দি সিনেমার দুনিয়ায়।

প্রসঙ্গত, জাহ্নবীর মা শ্রীদেবী ছিলেন প্রযোজক বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী। বনির প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুর। প্রথম সংসারে প্রযোজকের দুই সন্তান ছেলে অর্জুন কাপুর ও মেয়ে অনশুলা কাপুর। অর্থাৎ, অর্জুন কাপুর ও জাহ্নবী কাপুর সৎ ভাইবোন।

আরও পড়ুন: Bengali Movie: কালিয়াচক হত্যাকাণ্ড এবার সিনেপর্দায়, ছবিতে কে কে অভিনয় করেছেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest