BoycottBrahmastra trends on Twitter after netizens dig out a decade old interview of Ranbir Kapoor saying he loves beef

Ranbir Kapoor: গোমাংস খেতে পছন্দ করেন রণবীর! ফের ‘ব্রহ্মাস্ত্র’ বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

৯ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে আলিয়া ভাট-রণবীর কাপুরের প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’। অন্তঃসত্ত্বা অবস্থায় ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী। তবে তারকাদম্পতির আচরণ ও কয়েকটি মন্তব্যের জেরে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। সেই রাগ থেকেই বারবার তাঁদের ছবি বয়কটের ডাক দিচ্ছেন তাঁরা। এরমাঝেই টুইটারে ভাইরাল হয়েছে রণবীরের পুরনো এক সাক্ষাৎকারের এক ঝলক। যেখানে খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে।

‘রকস্টার’ ছবির প্রচারের সময় রণবীর এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি খেতে খুব ভালবাসেন। বিশেষত গোমাংস তাঁর সবচেয়ে প্রিয়। এক দশকের পুরনো সেই ভিডিও ঘিরে ফের জনরোষের মুখে অভিনেতা। কেউ লিখেছেন, ‘উনি গোমাংস খান। আবার শিবের চরিত্রে ‘ব্রহ্মাস্ত্র’তে অভিনয় করেছেন!’ আবার কেউ লিখেছেন, ‘ওঁর সব সিনেমাই বয়কট করা উচিত!’ কেউ কেউ আবার রণবীরের সমর্থনে লিখেছেন, ‘খাদ্যাভ্যাসের রুচির সঙ্গে অভিনয়ের কী সম্পর্ক? ওঁর যা ইচ্ছে, তাই খাওয়ার স্বাধীনতা রয়েছে।’

আরও পড়ুন:  Sonam Kapoor: মা হলেন সোনম! কোল আলো করে এলো পুত্র সন্তান

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

ক্ষিপ্ত নেটিজেনদের মধ্যে কেউ কেউ আলিয়ার সাম্প্রতিক সাক্ষাৎকারের বক্তব্য তুলে ধরেছেন। যেখানে অভিনেত্রীকে বলতে শোনা গেছে, তাঁদের অপছন্দ করলে, তাঁদের ছবি দেখাও উচিত না দর্শকদের। অন্তঃসত্ত্বা হলেও ছবির প্রোমোশন বন্ধ রাখতে নারাজ আলিয়া (Alia Bhatt)। তিনি নিজেও বহু জায়গায় গিয়ে ছবির প্রচার করছেন। শনিবারই রণবীর, আলিয়া-সহ গোটা ‘ব্রহ্মাস্ত্র’ টিম মুম্বই আইআইটিতে যায়। তার আগে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতেও দেখা গিয়েছে তাঁকে। ছবি বয়কট প্রসঙ্গে মাথা ঘামাতে নারাজ রণবীর ঘরনি।

ট্রেলার প্রকাশের পর থেকেই রণবীর ও আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা নিয়ে আপত্তি তোলেন নেটিজেনদের একাংশ। ছবির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগও ওঠে। ছবির এক দৃশ্যে মন্দিরে জুতো পরে রণবীরের প্রবেশ করা দেখেও বয়কটের ডাক দিয়েছিলেন অনেকে। যদিও পরিচালক অয়ন মুখার্জি ভুল ধারণা ভেঙে জানিয়েছিলেন, সিনেমায় জুতো পরে রণবীর মন্দিরে নয়, বরং পুজোর প্যান্ডেলে গিয়েছেন।

আরও পড়ুন: Hrithik Roshan: ভক্তের পা ছুঁয়েই জিতে নিলেন কোটি কোটি হৃদয়, হৃতিকের কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest