Brahmastra makers slash prices for Navratri, tickets to be available at Rs 100 from Monday

Brahmastra: আগামী ৪ দিন মাত্র ১০০ টাকায় মাল্টিপ্লেক্সে দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’, কিভাবে জানুন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নবরাত্রি শুরু হচ্ছে, উৎসবের এই মরশুমে ‘ব্রহ্মাস্ত্র’-র টিকিটের দামে এক ঝটকায় কমিয়ে ১০০-তে নামিয়ে আনল প্রযোজক করণ জোহর। আগামিকাল অর্থাৎ সোমবার থেকে আগামী চারদিন (২৬ থেকে ২৯ সেপ্টেম্বর) মাত্র ১০০ টাকায় টিকিট কেটে আপনি সিনেমা হলে দেখতে পাবেন ‘ব্রহ্মাস্ত্র’।তবে এই ১০০ টাকার সঙ্গে যোগ হবে জিএসটি।

বর্তমানে মাল্টিপ্লেক্সে এই ছবির টিকিটের দাম কমপক্ষে ২০০ টাকা। প্রায় ৫০% কমানো হয়েছে দাম, যার ফলে আরও বেশি সংখ্যক দর্শক হল ভরাবেন এই ছবি দেখতে আশাবাদী পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমরা চাই আরও বেশি সংখ্যক মানুষ বড় পর্দায় ব্রহ্মাস্ত্র দেখবার সুযোগ পাক, আশা করছি আমাদের এই পদক্ষেপ সার্থক হবে’।

আরও পড়ুন: Ballavpurer Rupkatha: ভয় ধরানো টিজার, আশা জাগাচ্ছে অনির্বাণের বল্লভপুরের রূপকথা

 

জাতীয় সিনেমা দিবসে ‘ব্রহ্মাস্ত্র’র ১৫ লক্ষ টিকিট বিক্রি হয়েছিল। মুক্তির দু-সপ্তাহ পর এমন নজির চোখে পড়েনি। ওইদিন ‘ব্রহ্মাস্ত্র’র গভীর রাতের শো-ও ছিল হাউসফুল। জাতীয় সিনেমা দিবসের কালেকশন শেয়ার করে অধিকাংস বক্স অফিস বিশেষজ্ঞ জানিয়েছিলেন এটা দেখে শিক্ষা নেওয়া উচিত প্রযোজকদের। টিকিটের দাম কমলে সিনেপ্রেমীরা অবশ্যেই সিনেমা দেখতে আসবে, সেইমতো রবিবার দুপুরে বড় ঘোষণা সারলেন করণ জোহর।

অন্যদিকে হৃতিক রোশন ও সইফ আলি খান অভিনীত ‘বিক্রম বেদা’ ছবির নির্মাতারাও জানিয়েছেন টিকিটের মূল্য সাধ্যের মধ্যে রাখবার পরিকল্পনা রয়েছে। বিক্রম বেদা যাতে ‘বাজেট ফ্রেন্ডলি’ ছবি হয়, এবং সব শ্রেণির দর্শক এই ছবি দেখতে হলে আসতে পারেন, তার চেষ্টা করছেন নির্মাতারা। ছবির টিকিটের দাম কমানো হবে, আনুষ্ঠানিক বিবৃতি জানিয়েছে প্রযোজনা সংস্থা। আগামী ৩০শে সেপ্টেম্বর মুক্তি পাবে ‘বিক্রম বেদা’। তবে এই ছবির টিকিটের দাম কত নির্ধারিত হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: Alia Bhatt: হলিউডে অ্যাকশন থ্রিলারে অন্য অবতার, ‘হার্ট অফ স্টোন’-এ নজরকাড়া আলিয়া

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest