Byomkesh Durgo Rohosya: Mouni Roy as satyabati with dev in next Bengali Byomkesh film

Byomkesh Durgo Rohosya: ব্যোমকেশ দেবের সত্যবতী মৌনী! বদল হল পরিচালকেরও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গতমাসেই দেব তাঁর ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করার জন্য সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন তাঁর ব্যোমকেশ হওয়ার খবর। কিন্তু সেই সময় জানা যায়নি যে ব্যোমকেশের সঙ্গী অজিত ও সত্যান্বেষীর স্ত্রী সত্যবতীর ভূমিকায় কাকে দেখা যাবে। যদিও এই নিয়ে জল্পনা চলেছে প্রচুর। এরই মাঝে দেবের ব্যোমকেশকে নিয়ে সামনে এল বড় খবর।

সূত্রের খবর, দেবের ব্যোমকেশ ছবিতে অজিতের চরিত্রে নাকি দেখা যেতে পারে অম্বরীশ ভট্টাচার্যকে। যদিও এটা নিয়ে অভিনেতা এখনই মুখ খোলেননি। তবে দর্শকদের কাছে এটা নিঃসন্দেহে বড় চমক হতে পারে। এর চেয়েও বড় চমক রয়েছে সত্যবতীর ভূমিকায়। যেখানে দেখা যেতে পারে বলিউড তারকা ও বঙ্গ তনয়া মৌনী রায়কে। যদিও এটা নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর সামনে আসেনি।

আরও পড়ুন: Akanksha Dubey: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কাঁদতে কাঁদতে লাইভ! দানা বাঁধছে আকাঙ্ক্ষা-মৃত্যু রহস্য

এই মুহূর্তে মৌনী রায়কে দেখা যাচ্ছে ডান্স বাংলা ডান্সের বিচারক হিসাবে। তাই কলকাতায় তাঁর যাতায়াত রয়েছে। তবে সত্যবতীর ভূমিকায় যদি মৌনী রায়কে দেখা যায় তাহলে অভিনেত্রীর এটাই প্রথম বাংলা সিনেমা হবে। শোনা যাচ্ছে, পারিশ্রমিক নিয়ে কিছু সমস্যা আছে মৌনী আর নির্মাতাদের। তা মিটে গেলেই সব ফাইনাল হয়ে যাবে।

জানা গিয়েছে যে মে মাস থেকে দুর্গ রহস্য সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। দেবের ব্যোমকেশ মুক্তি পাওয়ার কথা ১৫ অগস্টের সপ্তাহে।  এর আগে এই সিনেমার পরিচালক নিয়ে বিতর্ক দেখা দেয়। প্রথমে শোনা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায় এই সিনেমা পরিচালনা করবেন তবে পরে জানা যায় পরিচালকের কুর্সি সামলাবেন বিরসা দাশগুপ্ত। সত্যবতী নিয়েও একাধিক নাম উঠে এসেছে। যার মধ্যে প্রথমেই ছিল দেব-বান্ধবী রূক্মিণীর নাম। এরপরই নাম উঠে আসে মনামী ঘোষ ও টেলি অভিনেত্রী সৌমিতৃষারও।

আরও পড়ুন: Priyanka Chopra : প্রিয়াঙ্কা-নিকের কোলে চড়ে মুম্বইয়ে মালতী, মেয়ের মুখ আর লুকোলেন না দেশি গার্ল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest