Celebrity Death: Sarabhai vs Sarabhai Actor Vaibhavi Upadhyaya Dies In Car Accident

Celebrity Death: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের অভিনেত্রী বৈভবী উপাধ্যায় (Vaibhavi Upadhayay)। মঙ্গলবার সকালে হিমাচল প্রদেশে ঘটেছে ঘটনাটি। অভিনেত্রীর দেহ মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।

চণ্ডীগড়ের কাছে এই গাড়ি দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ি রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় গাড়িটি।একা নন, গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন বৈভবীর হবু বর। মাত্র ৩২ বছরেই প্রয়াত এই অভিনেত্রী।

বৈভবীর সহ-অভিনেতা ও সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া টুইট করে খবরটি জানান। তিনি লেখেন, ‘‘আমি স্তম্ভিত খবরটা শুনে, সত্যি ভাল মনের মানুষ ছিলেন বৈভবী। যদিও নিজের যোগ্য জায়গা পাননি। প্রাণশক্তি ভরপুর একটা মানুষ, আমার কাছের একটা মানুষ। ও আমার স্মৃতিতে এখনও সারাভাইয়ের জ্যাসমিন হয়েই রয়েছে। জীবন যে ভীষণ অনিশ্চিত।’’

বৈভবীকে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের সিজন টু-তে দেখা গিয়েছিল। এ ছাড়াও বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। যার মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। ২০২০ সালে ‘ছপাক’ ছবিতেও দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মাসির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। গুজরাটি নাট্যজগতেও সুনাম ছিল বৈভবীর।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest