২৪ ডিসেম্বর বড় পর্দায় আসছে ‘টনিক’। দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া— তিন জনকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প। সম্পূর্ণ পারিবারিক গল্প নিয়ে এই ছবি। তবে সব থেকে বড় চমক হল শুভশ্রী গঙ্গোপাধ্যায়! মঙ্গলবার রাতে দেবের নতুন ছবির প্রচার সেরেছেন তিনি। ছবির পরিচালনায় অভিজিৎ সেন।
টলিউডের অনস্ক্রিন জুটির মধ্যে অন্যতম জনপ্রিয় জুটি দেব(Dev) ও শুভশ্রী(Subhashree Ganguly)। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ'(Challenge) ছবিতে প্রথমবার জুটি বাঁধেন শুভশ্রী ও দেব। বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। ছবির পাশাপাশি সুপারহিট তকমা পায় এই ছবির জুটিও। এরপর একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা।’পরাণ যায় জ্বলিয়া রে’,’রোমিও’,’খোকাবাবু’ একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। কিন্তু এরই মাঝে ব্যক্তিগত সম্পর্কে তিক্ততার কারণে দীর্ঘদিন বড়পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এবার ফের একে অপরের পাশে দাঁড়ালেন দেব শুভশ্রী।
‘ডান্স বাংলা ডান্স’-এর গ্র্যান্ড ফিনালের গ্রিন রুম থেকে এই ছবি প্রচার সেরেছেন শুভশ্রী। দর্শকদের কাছে অভিনেত্রীর অনুরোধ, ‘বড়দিনের আগের দিন ছোট-বড় সবার জন্য আসছে ‘টনিক’। পরিচালনায় অভিজিৎ সেন। আমার ভীষণ প্রিয় পরিচালক। তাই সবাইকে বলছি, প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুন।’ বাংলা ছবির বাণিজ্যের কথা ভেবে শুভশ্রীর এই পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনের।
আরও পড়ুন: ‘ভাইয়ের জন্য লড়ুন’, স্বল্প পোশাকে ছবি পোস্ট করে ট্রোলড সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা
২৪ ডিসেম্বর বড় পর্দায় আসছে পারিবারিক ছবিটি। তার আগে ছবির প্রচারে কোনও চমক বাকি রাখছেন না দেব অধিকারী। তিনি আর তাঁর ‘নায়ক’ পরাণ বন্দ্যোপাধ্যায় কোমর বেঁধে নেমে পড়েছেন। ৩২ আর ৮২ মিলে কখনও সাইকেল চালিয়ে ‘টনিক’-এর গুণ গাইছেন। কখনও বিধায়ক মদন মিত্র গেয়ে উঠছেন ছবির জনপ্রিয় একটি গানের দু’কলি। তবে সবাইকে, সব কিছুকে ছাপিয়ে গিয়েছে শুভশ্রীর প্রচার।
প্রচারে দেবের নাম নেননি নায়িকা। কিন্তু সাংসদ-তারকার ছবির অংশ হতেই বেজায় খুশি দেব-শুভশ্রীর অনুরাগীরা।
আরও পড়ুন: কঙ্গনার জন্য কি ঘর ভাঙছে অনিল কপূরের? কানাঘুষো বলিউডে