দীর্ঘ প্রতীক্ষার অবসান। শনিবার দুপুরে বাবা-মা হয়েছেন শুভশ্রী ও রাজ চক্রবর্তী। তারপর থেকেই আনন্দে ভাসছেন সেলেব দম্পতি। খুশির জোয়ার অনুরাগীেদর মধ্যেও। চক্রবর্তী পরিবারের নয়া অতিথিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা। সন্ধ্যার দিকে ছেলের সঙ্গে নিজেদের ছবির শেয়ার করলেন রাজ ও শুভশ্রী দু’জনেই।
টুইটারে রাজ লেখেন, ‘স্বপ্ন সত্যি হয় তবে। ঈশ্বরের আশীর্বাদে আমরা পুত্রসন্তানের বাবা-মা হলাম। আমাদের পুত্রসন্তানের নাম যুবান। মা ও সদ্যোজাত দু’জনেই সুরক্ষিত ও সুস্থ আছে। আমাদের খুদেকে আশীর্বাদ করুন।’
https://www.instagram.com/p/CFCgikCp7VU/
শুভশ্রী লেখেন, ‘ঈশ্বরের আশীর্বাদে আমরা পুত্রসন্তানের বাবা-মা হলাম। যুবান আপনাদের সবাইকে হ্যালো বলছে।’ ছেলের নাম যুবান চক্রবর্তী রেখেছেন রাজ-শুভশ্রী। ‘যুবান’ হল ভগবান শিবের অপর নাম। আর ‘যুবান’-এর অর্থ হল চিরযুবক।
https://www.instagram.com/p/CFCS3HCAGFw/
২০১৮-র মে’মাসে বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের অন্যতম হেভিওয়েট এই বিয়ে কিছুটা গোপনে কাছের মানুষদের নিয়ে সারতে চেয়েছিলেন হ্যাপেনিং কাপল। তবে মেহেন্দি, সঙ্গীত থেকে বিয়ে-বৌভাত…সেলেব দম্পতির ফ্যাশন স্টেটমেন্ট নজর কেড়েছিল আট থেকে আশির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল তাঁদের বিয়ের ছবি-ভিডিয়ো।
বিয়ের ঠিক দু’ বছর পর অর্থাৎ ২০২০-র ১১ মে, বিবাহ বার্ষিকীর দিন নতুন অতিথি আসার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ওঁরা। শুভশ্রী লিখেছিলেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি – আমাদের হাত ধরার জন্য, আর ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য শীঘ্রই একজন আসছে। আমরা প্রেগন্যান্ট!’ সঙ্গে রাজের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন।’ অবশেষে দুই থেকে তিন হলেন ওঁরা। চক্রবর্তী পরিবারের এখন শুধুই আনন্দের জোয়ার।