Site icon The News Nest

ক্যান্সারের থাবা, মাত্র ৪২ বছরে চলে গেলেন আরও এক বলিউড অভিনেতা

sai gundewar dies because of brain cancer

মুম্বই: করোনা আর লকডাউনের মধ্যে একের পর এক দুঃসংবাদ লেগেই রয়েছে বিনোদন জগতে। মাত্র ৪২-এই চলে গেলেন অভিনেতা সাই গুন্দেওয়ার। পিকে-তে আমির খানের সহ-অভিনেতা ছিলেন সাই।

এছাড়াও মরাঠি ও বলিউডে পরিচিত নাম তিনি। বেশ কিছুদিন ধরেই ব্রেন ক্যানসারে ভুগছিলেন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসেই তাঁর প্রথম ব্রেন সার্জারি হয়।

আরও পড়ুন: ২৫ বছরের ছায়া সঙ্গী প্রয়াত, শোকাহত আমির খান যোগ দিলেন শেষকৃত্যে

এরপর সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। পিকে ছাড়াও রক অন, লভ ব্রেক আপ জিন্দেগি ইত্যাদি সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। তবে সবচেয়ে পরিচিত হয়েছিলেন ‘স্প্লিটসভিলা’ সিজন ৪-এ । গত ১০ মে আমেরিকায় মারা যান তিনি । গত বছরের ২২ ফেব্রিয়ারি লস অ্যাঞ্জেলসে অস্ত্রোপচার হয়েছিল তাঁর । তারপর থেকে আমেরিকাতেই ছিলেন সাই ।

মরাঠি ছবি ‘এ ডট কম মম’তেও তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর মৃত্যু মরাঠি চলচ্চিত্র জগতের বিশাল ক্ষতি।ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন অনেক তারকা। শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখও।

আরও পড়ুন: গুজব রুখতে ব্যবস্থা, ১৭ তারিখ পর্যন্ত হুগলির একাংশে বন্ধ ইন্টারনেট পরিষেবা

Exit mobile version