লকডাউনে আলিয়া ভাটের চুল কেটে দিলেন রণবীর কাপুর? পোস্ট দেখে প্রশ্ন নেটিজেনদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: ইনস্টাগ্রামে নতুন ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। আর সেই ছবি একাধিক কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রথমত ২৭ বছরের নায়িকার এমন নতুন নয়া লুক বেশ পছন্দ হয়েছে ফ্যানেদের। তার উপর ছবির ক্যাপশনে আলিয়া এক ঈঙ্গিত দিয়েছেন যে, লকডাউনে তাঁর এই চুল ছোট করে কেটে নয়া লুকের পিছনে রয়েছেন তাঁর ‘লভড ওয়ান’ অর্থাৎ, ভালোবাসার মানুষ। আর এতেই শুরু হয়েছে নতুন করে গুঞ্জন। তবে কি আলিয়ার চুল কেটে দিয়েছেন রণবীর কাপুর?

ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করে আলিয়া ভাট লিখেছেন: “৬০ দিন পরে- আরও শক্তিশালী, আরও ফিট, ভালো লাফাচ্ছি, দৌড়াদৌড়ি করছি আগের চেয়ে ভালো, পুশ আপ করছি অনেক, খাচ্ছিও তত এবং পরবর্তী চ্যালেঞ্জ ফিরে পাওয়ার অপেক্ষায়।” আলিয়া পোস্টটির শেষে লিখেছেন, “পুনশ্চ- হ্যাঁ আমি ঘরেই আমার চুল কেটেছি- আমার বহুমুখী প্রতিভার অধিকারী প্রিয়জনকে ধন্যবাদ, আমার ঠিক চুল কাটার প্রয়োজনের সময়ই তিনি হাজির।”

আরও পড়ুন: শরীরে জড়ানো বাথরোব,অদ্ভুত হেয়ার স্টাইলে হঠাৎই নেচে উঠলেন প্রিয়াঙ্কা !

আলিয়ার পোস্টটি দেখুন:

https://www.instagram.com/p/CAR6NFUgKP3/

এই সপ্তাহের শুরুতেই, লকডাউন চলাকালীন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গেই আলিয়া রণবীরের বাবা ঋষি কাপুরের স্মরণ সভায় এসেছিলেন। রণবীরের বাবা ঋষি কাপুরের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া স্বল্প কয়েকজনের মধ্যে আলিয়াও ছিলেন এবং মুম্বাইয়ের বনগঙ্গা ট্যাঙ্কে ঋষি কাপুরের অস্থি বিসর্জন করার সময়ও রণবীরের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল।

বলিউডের চর্চিত সম্পর্ক রণবীর কাপুর ও আলিয়া ভাটের। বহুদিন ধরেই শোনা যাচ্ছে প্রেম করছেন দুই তারকা। বছরের শুরুতে এও জানা গিয়েছিল যে, এ বছরের শেষেই নাকি চারহাত এক করতে চলেছেন তাঁরা।

সম্প্রতি একটি পুরনো ভিডিয়ো নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, এক ট্যারট কার্ড রিডার রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের যে প্রেমের সম্পর্ক হবে ও তা যে বিয়ে পর্যন্ত গড়াবে তার আভাস দিয়েছিলেন সেই ২০১২ সালেই। ফ্যানেরাও এমন ভিডিয়ো হাতে পেয়ে যেন নতুন করে উজ্জীবীত হয়ে উঠেছেন।

আরও পড়ুন: বেজায় গরমেও ত্বক থাকুক ফুরফুরে, জেনে নিন উপায়…

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest