‘৮ বছর হয়ে গেল তুমি নেই’, ঋতুপর্ণের মৃত্যুদিনে স্মৃতিচারণায় আবেগঘন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

অভিনেতা যিশু সেনগুপ্তও (Jisshu Sengupta) পোস্ট করেছেন তাঁর প্রিয় ‘ঋতুদা’কে নিয়ে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আট বছর আগের একদিন। জীবনানন্দ দাশের কবিতার শিরোনাম হয়ে বাঙালির কাছে ফিরে এল আরেকটা ৩০ মে। ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) চলে যাওয়ার দিন। ২০১৩ সালের সেই দিনটিতে সকালবেলায় দেখা গিয়েছিল নিজের ঘরে প্রিয় বিছানায় নিদ্রিত তিনি। যে ঘুম আর ভাঙবে না কক্ষনও।আর তাই রবিবাসরীয় এই সকালে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণে মগ্ন টলিউডের তারকা শিল্পীরা।

সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) লিখেছেন, ‘‘৮ বছর হয়ে গেছে তোর কোনো মেসেজ নেই, বকাঝকা নেই, সাক্ষাৎ হয় না, ঝগড়া হয় না, নতুন নতুন গল্প নিয়ে আলোচনা হয় না। কিন্তু তুই আছিস- আমাদের মনে, আমাদের কথাবার্তায় তুই চির বর্তমান। এই সময়টায় তোর থাকা খুব দরকার ছিল রে। ভালো থাকিস ঋতু।’’

আরও পড়ুন : থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর জন্য রক্তদান মীরের, সাহায্যের আহ্বান অন্যদেরও

স্মৃতিচারণ করেছেন ঋতুপর্ণের আরেক কাছের মানুষ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তিনি লিখেছেন, ‘‘কতদিন হয়ে গেল তোমার সাথে বসে গল্প করি না, দেখাও হয় না …৮ বছর হয়ে গেল তুমি নেই… শুধু তোমার কাজ, তোমার শিক্ষা, তোমার ভালোবাসা, তোমার বকা আর অনেক আশীর্বাদ আছে সঙ্গে! নতুন করে তোমায় মিস করি না, কারণ কোনওদিন ভুলতেই যে পারিনি তোমায়! অনেক প্রণাম, ভালোবাসা আর তোমার প্রিয় ফুলের সুগন্ধ পাঠালাম। ভাল থেকো।’’

অভিনেতা যিশু সেনগুপ্তও (Jisshu Sengupta) পোস্ট করেছেন তাঁর প্রিয় ‘ঋতুদা’কে নিয়ে। লিখেছেন, ‘‘আজ ৩০ মে। তাঁর চলে যাওয়ার আট বছর হল। ভালো থেকো ঋতুদা।’’ টলিউডের আরেক ব্যস্ত শিল্পী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) লিখেছেন, ‘‘আট বছর আগে আজকের দিনটার স্মৃতি মন থেকে এখনও ভুলে উঠতে পারিনি। ভোররাত থেকেই সেদিন বৃষ্টিতে ভিজেছিল গোটা শহর, আর ভিজেছিলে তুমি। বৃষ্টির অঝোর ধারাকে নিজের ‘দোসর’ পাতিয়ে মেঘপিয়নের দেশে পাড়ি দিয়েছিলে তুমি। সিনেমার বিশাল মহাযুদ্ধে নিজেকে সেদিন অভিভাবকহীন এক সৈনিক ছাড়া আর কিছুই মনে হয়নি। প্রত্যেকটা জেনারেশনের একজন মহীরুহের প্রয়োজন পড়ে, যাঁকে দেখে বা যাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হয়। তোমার চলে যাওয়ায় ওই মুহূর্ত থেকে যে অভাববোধ তৈরি হয়েছিল মনে, তা আজও পূরণ হয়নি, আর হবেও না কোনোদিন। কারণ তুমি তো অনুপম, তোমার দ্বিজ কল্পনাতীত!’’

আরও পড়ুন : খুল্লমখুল্লা’ প্রেম করতে এবার মালাইকার পড়শি অর্জুন কাপুর, কিনলেন বিলাসবহুল ফ্ল্যাট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest