ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারম্যান হলেন পরেশ রাওয়াল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়ালের মুকুটে নতুন পালক। ভারতের স্বনামধন্য এবং সবচেয়ে সম্মানীয় সিনেমার কলাকৌশল ট্রেনিংয়ের পীঠস্থান ন্যাশনাল স্কুল অফ ড্রামার (National School of Drama) প্রধান পদে নিযুক্ত হলেন পরেশ রাওয়াল (Paresh Rawal)।

NSD’র চেয়ারপার্সন নিযুক্ত হয়ে যারপরনাই উচ্ছ্বসিত পরেশ রাওয়াল নিজেও, তবে উচ্ছ্বাসের মাঝেও এই দায়িত্ব সামলানো ঠিক ততটাই কঠিন বলে মনে করছেন তিনি। তাঁকে এই পদে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিংহ পটেল এই খবর জানিয়েছেন। অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী। তাঁর(পরেশ রাওয়াল) প্রতিভা থেকে শিল্পী ও পড়ুয়ারা উপকৃত হবেন বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী।

আরও পড়ুন : ড্রাগ কন্ট্রোলের শো-কজ নোটিস, ভারতেও স্থগিত অক্সফোর্ডের টিকার ট্রায়াল

তিন দশকের বেশি সময় তাঁর অভিনয় জীবন। বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৯৯৪ সালে সেরা সহ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন পরেশ রাওয়াল। ২০১৪ সালে পান পদ্মশ্রী।পরেশ রাওয়াল এদিন জানান যে, “এই দায়িত্ব খুবই চ্যালেঞ্জিং তবে একই সঙ্গে খুবই আনন্দের।” উল্লেখ্য, ২০১৪ সালে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন পরেশ রাওয়াল।

১৯৫৯ সালে সংগীত নাটক অ্যাকাডেমির তরফে এই অভিনয় শেখার স্কুল গড় তোলা হয়েছিল। ন্যাশনাল স্কুল অফ ড্রামার সুনাম রয়েছে গোটা বিশ্বে। ১৯৭৫ সালে এটি স্বাধীন ভাবে কাজ করতে শুরু করে। অভিনয়ের শিক্ষা দেওয়াই এই স্কুলের প্রধান উদ্দেশ্য। পড়ুয়াদের দীর্ঘ ট্রেনিংয়ের মাধ্যমে এই বিশেষ ক্ষেত্রে তৈরি করা হয়। নিজেদের নাটক তৈরির মাধ্যমে ধীরে ধীরে অভিনয়ের অর্থ খুঁজে পান শিক্ষার্থীরা।

আরও পড়ুন : ভুয়ো চেকে অযোধ্যার রামমন্দির ট্রাস্ট থেকে চুরি গেল ৬ লক্ষ টাকা !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest