চলতা ফিরতা কম্পিউটার! মুখেই জটিল অঙ্কের হিসেব, ‘শকুন্তলা দেবী’র ট্রেলারে তুখড় বিদ্যা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চলতে ফিরতে মুখে মুখে অঙ্ক করে ফেলেন। কম্পিউটারও ভুল করতে পারে, তবে শকুন্তলা দেবীর ভুল হয়না। সেকথা জোর দিয়ে বলতেও পারেন, বলেন, ‘কম্পিউটার ভুল বলছে আমি নয়’। ধবার সেরকমই এক মহিয়সী নারী ‘শকুন্তলা দেবী’র সঙ্গে আবারও দর্শকদের পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী বিদ্যা বালন। প্রকাশ্যে আনলেন ‘মানব কম্পিউটার’ শকুন্তলা দেবীর (Shakuntala Devi) বায়োপিকের ট্রেলার।

মাত্র ৫ বছর বয়সেই ১৮ বছরের ছাত্রর অঙ্ক করে ফেলেছিলেন এই শকুন্তলা দেবী। গণিতে বিশেষ দক্ষতা ছিল তাঁর। ১৯৮২ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সংস্করণে স্থান অর্জন করেছিলেন তিনি। সেই শকুন্তলা দেবীর গল্পই উঠে এসেছে ছবির ট্রেলারে। পাশাপাশি, ট্রেলারে দেখা গেল শকুন্তলা দেবীর ব্যক্তিগত জীবনও, স্বামী, সংসার, মেয়ে, পারিবারিক জীবনে নানা ওঠাপড়ার গল্প বলতে চলেছে এই ছবি। ট্রেলারে শকুন্তলা দেবীর স্বামীর ভূমিকায় ধরা দিলেন যীশু সেন ও মেয়ের ভূমিকায় সানায়া মালহোত্রা।

আরও পড়ুন: পোষা কুকুরের কামড়ে মুখে ক্ষত, হাসপাতালে ছুটলেন রণবীর কাপুর

শকুন্তলা দেবীর সাংসারিক জীবন কিন্তু অঙ্কের হিসেবের মতোই জটিল ছিল। সুখে ঘরকন্নায় সমস্যা দেখা দিয়েছিল শুধুমাত্র অঙ্কের প্রেমে পড়েই। যার ফলে, প্রথমে স্বামী এবং পরে কন্যার সঙ্গেও সম্পর্কে ভাঙন ধরেছিল। শকুন্তলা দেবীর বায়োপিকের ট্রেলারে (Shakuntala Devi Trailer) সেসব ঘটনাও উঠে এল। বিদ্যার অভনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই! প্রত্যেকটা ছবিতেই তাঁকে নতুন করে আবিষ্কার করেন দর্শকরা। এই সিনেমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। নিজেকে ভেঙেছেন। তার ইঙ্গিত মিলল ট্রেলারেই।

আগামী ৩১ জুলাই মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওয়।  দেখুন ট্রেলার-

আরও পড়ুন: করোনা টেস্টে ‘না’ রেখার, স্যানিটাইজ করতে আসা পুরকর্মীদের ঢুকতেই দিলেন না বাংলোয়

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest