Coke Studio Bangla First Track Nasek Nasek Rocks In Social Media

Coke Studio Bangla: নেটদুনিয়া মাতাচ্ছে ‘নাসেক নাসেক’, গানটির অর্থ জানেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসেই প্রকাশ্যে এসেছে ‘কোক স্টুডিও বাংলা’র আয়োজন। আর প্রথম গান হিসেবে তারা প্রকাশ করে তাদের প্রথম সিজনের থিম সং ‘একলা চলো রে’ গানটি। যেখানে অংশ নেন একঝাঁক তারকাশিল্পী। এরপর গত বুধবার হাজং ভাষার পাশাপাশি সব আদিবাসীদের ভাষার প্রতি সম্মান প্রদর্শন করে প্রকাশ করে ‘নাসেক নাসেক’ শিরোনামের একটি গান। পাশাপাশি পরিচিত লোকসংগীত ‘দোল দোল দুলুনি’ গানটিও রাখা হয়েছে। মূলত, দুটি গান মিলিয়েই ফিউশনটি করা হয়েছে।

‘নাসেক নাসেক’ গানে হাজং ভাষার অংশটুকুতে কণ্ঠ দিয়েছেন অনিমেষ রায়, পাশাপাশি এটির কথা-সুরও তাঁর। আর ‘দোল দোল দুলুনি’তে পান্থ কানাই।  যেটি লিখেছেন ও সুর করেছেন আবদুল লতিফ। তাদের দু’জনের উচ্ছ্বল গায়কীতে যেন ভেসে গেল শ্রোতাদের মন। ফেসবুকের সার্চ ইঞ্জিনে এই নামটি এখন বাংলাদেশের ‘পপুলার’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ‘কোক স্টুডিও বাংলা’র ইউটিউব চ্যানেলে চোখ রাখলে দেখা যায়, মাত্র ৫দিনেই গানটির ভিউ ছাড়িয়েছে ২৬লাখ। রয়েছে ৯২ হাজারের বেশি লাইক এবং হাজার হাজার প্রশংসাসূচক মন্তব্য।

কোক স্টুডিও বাংলার প্রথম গানেই বাজিমাত করেছেন হাজং সম্প্রদায়ের অনিমেষ। গানটির প্রেক্ষাপট নিয়ে অনিমেষ বলেন, ‘বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের যেসব এলাকায় হাজং সম্প্রদায় বসবাস করে তাদের মধ্যে একটি উৎসব পালিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে গানটি লিখেছিলাম। হাজং সমাজে একজন মোড়ল থাকেন। যিনি ধনবান বটে। মোড়ল ধান কাটার জন্য আহ্বান জানান সবাইকে। তারপর বলেন, তোমাদের টাকা দিতে পারব না, কিন্তু খাওয়াব। উৎসবের একটি অংশের নাম “কর্ম সংগীত পর্যায়।” ওই সময় আনন্দ-ফুর্তি হয়, নাচার আহ্বান জানানো হয়। এই গান সেই সময়কে ঘিরে।’

আরও পড়ুন: Farhan Akhtar-Shibani Dandekar: ঠোঁটে ঠোঁট লাগিয়ে গাঢ় চুম্বন, দেখুন ফারহান-শিবানীর বিয়ের কমপ্লিট অ্যালবাম

নাসেক নাসেক – Nasek Nasek গানের অর্থ সহ লিরিক্স নাসেক

নাসেক হাপাল গিলা (নাচো নাচো কচি-কাঁচার দল)

খিলাবো আজি আমরা (খেলবো আজকে আমরা)

তকে মকে ধুরিব (একে অপরকে ধরবো)

গাওনি মাখাবো (শরীরে কাদা মাখবো)

হুবালা গাওনি আজি (সবাই কিন্তু আজ আমরা…)  প্যাক থাকিবো লাগিবো।। (…কাদা মেখেই রবো ।)

চিংরা গাবুর বুরাবুরি (তরুণ তরুণী, বুড়ো বুড়ি)

হুবাকো দাকাও শিগ্রী (সবাইকে ডাকো শীঘ্রই)

খিলাবো লাগিবো (খেলতে হবে…) হুবাকো আজি। (…সবাইকে আজকে।)

হে! মরল গুলা!! (হে! মোড়ল!!)

মরল গুলা পুইলা রুয়া (মোড়লের প্রথম ধান রোপণ)

লাগাবো আজি ভাই (করবো আজকে আমরা ভাই)

নাসেক নাসেক (নাচো নাচো)

আরও পড়ুন: সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে চালানো শিখতে গিয়ে আহত ‘কাঁচা বাদাম’ খ্যাত Bhuban Badyakar

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest