করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কোভিডমুক্ত হলেন প্রবীণ অভিনেতা। বুধবার তাঁর কোভিড পরীক্ষা করা হয়। তার রিপোর্ট ইতিবাচক এসেছে। বেসরকারি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চোখও খুলেছেন।
করোনা পজিটিভ হওয়ার ১৪ দিনের মাথায় ফের তাঁর পরীক্ষা করানো হয়। রিপোর্ট এসেছে নেগেটিভ। আগের থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। জ্বর তেমন নেই। তবে শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝেমধ্যে বাইপ্যাপ সাপোর্টও লাগছে। পাশাপাশি কো-মর্বিডিটি এবং বয়সজনিত কারণেও সমস্যা হচ্ছে। তাঁর চিকিৎসায় কিছু বদল আনছে মেডিক্যাল টিম।
আরও পড়ুন : পুজোর থিম ‘কেদারনাথ’! ২৫ কিলো সোনায় সাজছে শ্রীভূমির দুর্গা, করা যাবে ভার্চুয়াল দর্শন
বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, তাঁর দু’বার প্লাজমা থেরাপি করা হয়েছে। তাতে কাজও দিয়েছে। প্রয়োজনে আবারও তা করা হতে পারে। কিডনি, যকৃৎ-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে অভিনেতার। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ছিল। তাঁর শরীরে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি এখনও উদ্বেগে রেখেছে চিকিৎসকদের।
কিডনি, যকৃৎ-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে অভিনেতার। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ছিল। তাঁর শরীরে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি এখনও উদ্বেগে রেখেছে চিকিৎসকদের। মঙ্গলবারই ইকো, ইসিজি এবং রক্তপরীক্ষা হয় প্রবীণ অভিনেতার। বেসরকারি হাসপাতালটির এক আধিকারিক বলেন, “এখনই ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা চিন্তাভাবনা করা হচ্ছে না। তিনি সঙ্কটমুক্ত নন ঠিকই, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”
আরও পড়ুন :শিলিগুড়ি সফর বাতিল,পুজোর আগে আর বাংলায় আসা হল না অমিত শাহ-র