এবার করোনা সংক্রমিত ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan)। অ্যান্টিজেন টেস্ট (Rapid test) নেগেটিভ বললেও, দ্বিতীয় পরীক্ষার (Swab Sample test) ফল পজিটিভ। যদিও জয়া বচ্চন এবং অমিতাভ কন্যা শ্বেতা নন্দার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।
শনিবার রাত সাড়ে ১০টা। ১৩০ কোটি জনগণের বুকে ধুকপুকানি বাড়িয়ে সিনিয়র বচ্চন টুইট করলেন, “আমি করোনা আক্রান্ত। হাসপাতালে ভরতি হলাম।” তৎক্ষণাৎ নেটদুনিয়ায় একপ্রকার ঝড় উঠে গেল! গোটা দেশ একসুরে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) আরোগ্য কামনায় ব্যস্ত। বিনোদন ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বরা, প্রত্যেকেই উদ্বিগ্ন। কোটি কোটি ভক্তের বার্তা উপচে পড়ছে বিগ বি’র সোশ্যাল ওয়ালে! তার কিছুক্ষণের মধ্যেই আরেকটা ধাক্কা দিলেন ছেলে অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। বললেন, “বাবা আর আমি দু’জনেই করোনা আক্রান্ত। নানাবতী হাসপাতালে রয়েছি।”
আরও পড়ুন: এবার করোনা হানা অনুপম খেরের বাড়িতে, আক্রান্ত অভিনেতার মা,ভাইয়ের পরিবার
অভিষেকের করোনা ছড়িয়েছে সম্ভবত ডাবিং স্টুডিও থেকে। তাঁর থেকে করোনা হয়েছে অমিতাভের। কিছুদিন আগেই তাঁর ওয়েব সিরিজ Breathe: Into The Shadows-এর ডাবিংয়ের জন্য মুম্বইয়ের একটি স্টুডিওতে গিয়েছিলেন অভিষেক ৷ সেই স্টুডিও আপাতত কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হল ৷ঐশ্বর্যা ও আরাধ্যাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা চলবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) শারীরিক অবস্থা ঠিকই আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর শরীরে করোনার মৃদু লক্ষণ রয়েছে বলে জানানো হয়েছে হাসপাতলের তরফে। মুম্বইয়ের (Mumbai) নানাবতী হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার জানিয়েছেন, বর্তমানে আইসোলেশনে রয়েছেন বিগ বি। হাসপাতালের বক্তব্যে কিছুটা স্বস্তিতে বিগ বি-র ফ্যানেরা।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত অভিনেত্রী র্যাচেল হোয়াইট, রয়েছেন হোম কোয়ারেন্টাইনে