Deepika Padukone Rushed To Hospital After Feeling Uneasy: Report

Deepika Padukone: হাসপাতালে ভর্তি দীপিকা পাড়ুকোন, কী হল নায়িকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অসুস্থবোধ করায় এবার হাসপাতালে ভর্তি হলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সোমবার রাতে দীপিকা পাড়ুকোনকে ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থবোধ করাতেই সোমবার রাতে বলিউড অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর।তবে অভিনেত্রীর কী হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও এই মুহূর্তে দীপিকা পাড়ুকোন ভাল আছেন বলে জানা যাচ্ছে।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর দীপিকার একাধিক টেস্ট করানো হয়। শোনা যাচ্ছে, সেই সময় খুবই অসুস্থ বোধ করছিলেন দীপিকা। তাই দেরি না করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও দীপিকা বা তাঁর কোনও প্রতিনিধি এ বিষয়ে কিছু জানাননি।

আরও পড়ুন: Raju Srivastav: কোটি টাকার বাড়ি, লাখ টাকার গাড়ি! কত সম্পত্তি রেখে গেলেন রাজু শ্রীবাস্তব?

এই প্রথম নয়। গত জুন মাসেও হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-র শ্যুট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দীপিকা। তখনও নাকি আচমকাই অস্বস্তি বোধ করতে শুরু করেন রণবীর-পত্নী। তাঁর বুক ধড়ফড় করছিল বলে জানা গিয়েছিল। চিকিৎসার পর যদিও সুস্থ হয়ে সেটে ফিরে এসেছিলেন তিনি। করেছিলেন শ্যুটও। ‘প্রোজেক্ট কে’-তে দীপিকার বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেতা প্রভাসকে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হবে অভিনেত্রীর।

এই মুহূর্তে শাহরুখ খানের বিপরীতে পাঠান ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। শাহরুখের পাশাপাশি জন আব্রাহামও রয়েছেন ওই ছবিতে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ, দীপিকা, জনের এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। দীপিকাকে শেষ দেখা গিয়েছিল শকুন বত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’-য়। তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে এবং ধৈর্য কারওয়া।

আরও পড়ুন: Shah Rukh Khan: অনাবৃত দেহ! স্পষ্ট শরীরের প্রতিটি ভাঁজ, নেটদুনিয়ায় আগুন ঝরালেন বলিউড বাদশা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest