সুশান্ত সম্পর্কে টিভি শো-তে কী বলেছিলেন দীপিকা? আর একবার ভাইরাল হল এই ভিডিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: একটা সময় ছিল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) আর অবসাদ সমার্থক ছিল। সেই পরিস্থিতি ২০১৫ সালে নিজেই প্রকাশ্যে এনেছিলেন এই প্রযোজক-অভিনেত্রী। নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে চালু করেছেন মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশন।

এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর (Suicide of Sushant Singh) পর অবসাদগ্রস্তদের পাশে দাঁড়াতে রিপিট আফটার মি’র অনলাইন প্রচার শুরু করেছেন দীপিকা। মানসিক ভাবে বিপর্যস্তরা এই প্রচার কর্মসূচির মাধ্যমে দীপিকার সঙ্গে সরাসরি টুইটার বা ইনস্টায় কথা বলতে পারবেন। সেই প্রচার কর্মসূচির অংশ হিসেবে শনিবার টুইট করেন দীপিকা।তাতে লেখেন,অবসাদ আর মন খারাপ এক নয়। অবসাদ একটা রোগ। যেমন ক্যান্সার, ডায়বেটিস। তাই আমি অবসাদে আছি আর আমার মন খারাপ, দুটো এক নয়। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার দিনেও একইভাবে মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে সরব হয়েছিলেন দীপিকা।

আরও পড়ুন: স্বপ্নে সুশান্ত বলেছে আমার কোলেই ফের জন্ম নেবে, প্রচার পেতে এবার আসরে রাখি সাওয়ান্ত

দেখুন সেই পোস্ট:

https://www.instagram.com/p/CBavb9sj7Ew/

সুশান্তের সঙ্গে ‘রবতা’ ছবিতে একটি গানের দৃশ্যে একসঙ্গে কাজ করেছিলেন দীপিকা। আর সুশান্তকে তিনি বেশ পছন্দও করতেন। তার প্রমাণ এই ভিডিওটি। ‘রবতা’ মুক্তির পর একটি টক শো-এ এসে অভিনেতার কাজের প্রশংসাও করেন তিনি। বলেন, এখনকার নায়কদের মধ্যে সুশান্ত বেশ ভাল অভিনেতা! বহু পুরনো হলেও সম্প্রতি ভাইরাল হয়েছে টক শো-এর এই অংশটি।

https://www.instagram.com/p/CBlFR8XhQcT/

আরও পড়ুন: করোনার কবলে কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

Gmail 4

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest