Dev Accused Of Breaking Rules At Dakshineswar Temple

Dev: ব্যোমকেশ মুক্তির আগে দক্ষিণেশ্বর মন্দিরে দেব, পোস্ট করতেই তোপ নেটিজেনদের

নতুন ছবি মুক্তির দিনই ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র সাফল্য কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন দেব। পুজো দেওয়ার পাশাপাশি শিবের মাথায় জল ঢেলে ব্যোমকেশের সাফল্য কামনা করতেও দেখা যায় তাঁকে।

সিনেমা হলে আসার আগে ঠাকুর দর্শনের রীতি বহু পুরনো। তা মেনেই তৃণমূলের তারকা সাংসদ গেলেন কালী মন্দিরে। নীল রঙের পঞ্জাবি, হাতে পুজোর ডালা। কপালে সিঁদুরের টিপ। একেবারে গর্ভগৃহে, ঠাকুরের সিংহাসনের পাশে দাঁড়িয়েই ছবি তুললেন দেব। পরের ছবিতে তাঁকে দেখা গেল শিবলিঙ্গে জল ঢালতে। ক্যাপশনে লিখলেন, ‘সবার ভালো হোক #harharbyomkesh।’

নীল পাঞ্জাবিতে এ দিন টলিউডের সুপারস্টারকে দেখে  উত্তেজিত হয়ে ওঠেন মন্দিরে পুজো দিতে আসা দেবের ভক্তরা। অভিনেতাকে  সামনে দেখে মুহূর্তকে ক্যামেরাবন্দি করতেও দেখা যায় অনেককে। মন্দিরের সামনে গাড়ি থেকে নেমে হেঁটেই মন্দিররে প্রবেশ করেন অভিনেতা।

আরও পড়ুন: Raj-Dev: টলিউডে বড় ধামাকা, বড় পর্দায় ফিরতে পারে দেব-রাজের ম্যাজিক

কিন্তু নিয়ম ভাঙার অভিযোগ উঠছে দেবের বিরুদ্ধে। দক্ষিণেশ্বরে কোনও ভক্তকেই মোবাইল নিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু তারকার বিরুদ্ধে অভিযোগ মোবাইল নিয়ে গর্ভগৃহের ভিতরে ঢোকার। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই নেটিজেনদের তোপের মুখে অভিনেতা। অনেকের অভিযোগ, দেবের জন্য মন্দিরের নিয়ম কেন ভাঙা হল। আবার অনেকে সাংসদের বিরুদ্ধে প্রভাবের অভিযোগ করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Ali Sethi: ‘পাসুরি’ খ্যাত গায়ক আলি শেঠির সমপ্রেমী বিয়ের জল্পনা! নেটপাড়ায় শুরু হইচই