Dev-Soumitrisha: Tollywood actor Starts shoot for his Christmas movie Pradhan

Dev-Soumitrisha: ‘প্রধান’-এর শ্যুট শুরু করলেন দেব-সৌমিতৃষা, শেয়ার করলেন বিশেষ ছবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শুক্রবার সকাল সকালই নতুন চমক দিলেন দেব। পুলিশের পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট টলিউডের সুপারস্টারের। তবে মুখ লুকিয়ে রাখলেন। দেখালেন পেশিবহুল হাত। আর পোশাকে লেখা অফিসার দীপক প্রধান!

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

অগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হওয়ার কথা অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’-এর শুটিং। কথামতোই শুক্রবার থেকে শুরু হল শুটিং। সুখবর শোনালেন নায়ক। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর। ছবি শুরুর প্রথম দিনেই মুক্তির সম্ভাব্য সময় ঘোষণা করলেন নায়ক। ইনস্টাগ্রাম পোস্টে দেব লিখেছেন, “যদি সব কিছু ঠিক থাকে। তা হলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ক্রিসমাসে। আজ থেকে শুরু হল শুটিং।”

আরও পড়ুন: Divya Dutta: ভারি স্তনের জেরে কটাক্ষ! গুরুত্ব না দিয়ে জামার বোতাম খুলে রাখছেন দিব্যা

অন্যদিকে, সৌমিতৃষা বৃষ্টিভেজা কলকাতা শহরে গাড়ির ভিতর থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছেন। কোলে আগলে আছেন ‘প্রধান’-এর স্ক্রিপ্ট। মিঠাই-নায়িকাকে কেন ছবির জন্য বাছলেন সে প্রশ্নে দেব এর আগে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আজকাল আমি ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবিতে বেশি কাজ করছি। বাঘা যতীনে যেমন আমাকে ওঁর লুকে আসতে হেয়ার স্টাইল বদলাতে হয়েছে, চুলের স্টাইল বদলাতে হয়েছে, হাঁটাচলা নকল করতে হয়েছে। আমরা চেয়েছিলাম ওঁর স্ত্রীর চরিত্রেও এমন কাউকে নেওয়া হবে যার সঙ্গে অনেক মিল আছে। আমরা সেসব লিখেই বিজ্ঞাপন দিয়েছিলাম। সেখান থেকেই সৃজাকে বেছে নেওয়া। প্রধানের ক্ষেত্রেও তাই। যে চরিত্রটা ওখানে রয়েছে, তার সঙ্গে সৌমিতৃষা খুব ভালো ফিট করে। ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবির ক্ষেত্রে আমরা সেরকমই চেষ্টা করছি আপাতত।’

২৫ ডিসেম্বর নায়কের জন্মদিন। বিশেষ দিনের আগে প্রতি বছরই দর্শককে নতুন ছবি উপহার দেন দেব। ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘প্রজাপতি’। যে ছবির মাধ্যমে দর্শক আবারও পেয়েছিল মিঠুন চক্রবর্তী এবং দেবের জুটিকে। এই ক্রিসমাসেও আসতে চলেছে নতুন জুটি। দেব এবং সৌমিতৃষার। সঙ্গে আবার দেখা যাবে সোহম চক্রবর্তীকেও।

আরও পড়ুন: Tanusree Chakraborty : অত্যন্ত বিনয়ী ও ভদ্র লোক… সানি দেওলের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছসিত তনুশ্রী

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest