Dev's next venture will be film raghu dakat

Dev New Movie: এবার ‘রঘু ডাকাত’ রূপে বড়পর্দায় দেব, মুক্তি পেল নতুন ছবির লুক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাংলার ইতিহাস হোক কিংবা যোগেন্দ্রনাথ গুপ্তের বিখ্যাত বাংলার ডাকাত নিয়ে বই, রঘু ডাকাতের রোমাঞ্চকর কীর্তির উল্লেখ সর্বত্রই।অস্তিত্বের পাকা প্রমাণ না থাকলেও মানুষের মুখে মুখে প্রাচীন অরণ্যের প্রবাদে পরিণত হয়েছে রঘু ডাকাত। জনশ্রুতি, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল সেই ইংরেজের বুকে ভয় কাঁপানো রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক প্রাচীন কালীমন্দির। নাম তার ডাকাতে কালীমন্দির। ধীরে ধীরে সেই মন্দির ‘রঘু ডাকাতের মন্দির’ হিসেবে খ্যাতি পায়।

আর রঘু ডাকাত মানেই চোখ কপালে তোলা সব দুর্ধর্ষ দুঃসাহসী গল্প, রোমহর্ষক সব ডাকাতি। যে দিনের বেলায় সভ্যভব্য আর রাতের বেলায় দোর্দণ্ডপ্রতাপ ডাকাত। নিষ্ঠুর জমিদারদের থেকে যা লুটত তার বেশিওরভাগটাই অকাতরে দু’হাতে দান করত অসহায়, নিঃস্ব মানুষদের। মেয়েদের সম্মানরক্ষা থেকে বয়স্কাদের আশ্রয় সবই করত বাংলার এই ডাকাত। এককথায় সে ছিল বাঙালির ‘রবিন হুড’। আবার একবার বাংলার বুকে নাকি ফিরছে সেই দুঃসাহসী ডাকাত। আর যে সে ব্যক্তি নয়, স্বয়ং দেবের হাত ধরেই মানুষের সামনে হাজির হবে রঘু ডাকাত!

কালীপুজোর পুণ্যতিথিতে মুক্তি পেল অভিনেতা দেবের পরবর্তী ছবির প্রথম লুক। আসছে তারকার নতুন ছবি ‘রঘু ডাকাত’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্বয়ং দেবকে। ফের একবার ধ্রুব বন্দোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করবেন তিনি। ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। ক্যাপশনে লেখা হয়, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ” রঘু ডাকাত “।

দেব-ধ্রুবর পুজো-মুক্তি ‘গোলন্দাজ’ ভাল ব্যবসা করেছে। তাতেই কি অনুপ্রাণিত হয়ে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পরে রঘু ডাকাতকে ফেরাতে চলেছেন অভিনেতা-পরিচালক? উত্তর জানা যায়নি। কারণ, ‘গোলন্দাজ’-এর সাফল্য উদযাপনে দেব আইসল্যান্ডে।

প্রসঙ্গত, ১৯৫২ সালে গিরিন রায়চৌধুরী একটি ছবি পরিচালনা করেছিলেন। সেই ছবিরও নাম ছিল ‘রঘু ডাকাত’। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছিলেন দীপক মুখোপাধ্যায়, চন্দ্রাবতী দেবী, নীতিশ মুখোপাধ্যায়, জীবেন বসুর মতো শিল্পীরা।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest