Dhindora Baja Re: The upbeat track from Rocky Aur Rani Kii Prem Kahaani is out now

Dhindora Baja Re: ‘মা ভবতারিণী, দশপ্রহরণধারিণী…’, ‘রকি রানি’র নতুন গানে দুর্গাপুজোর ঝলক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রবিবারই নতুন গানের ইঙ্গিত দিয়েছিলেন। ‘লার্জার দ্যান লাইফ’ সিনেমার সেটে দুর্গাপুজোর ঝলক মিলেছিল সেই ভিডিওয়। আর সোমবার সেই গান প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় হুল্লোড়! গানের কথা, সাজপোশাকে বাঙালিয়ানার ছোঁয়া। লিরিক্সের শুরুতেও মা দুর্গার উল্লেখ। রণবীর-আলিয়ার পাশাপাশি দেখা মিলল চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীরও।

আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। হাতে তো মাত্র আর কয়েকটা দিন। আপাতত দেশের বিভিন্ন শহরে জোর কদমে চলছে ছবির প্রচার। শনিবারই ছবির প্রচারে উত্তরপ্রদেশের বরেলিতে গিয়েছিলেন রণবীর সিং-আলিয়া ভাট। আর এবার তাঁদের গন্তব্য কলকাতা। সোমবার সকালেই কলকাতায় পৌঁছেছেন রণবীর-আলিয়া। উদ্দেশ্য ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির গান ‘ধিন্ডোরা বাজে রে’-এর মিউজিক লঞ্চ।

আরও পড়ুন: Zarina Hashmi: ভারতীয বংশোদ্ভূত শিল্পী জরিনা হাশমিকে শ্রদ্ধার্ঘ্য গুগলের

ছবির তিনটি গান ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ‘ধিন্ডোরা বাজে রে’- নিয়ে ছবির মোট চারটি গান মুক্তি পাচ্ছে। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিটি পঞ্জাবি আর বাঙালি পরিবারের গল্প। আলিয়া এখানে বাঙালি। আর ‘ধিন্ডোরা বাজে রে’-গানটি দুর্গা পুজোর আবহে তৈরি। অগত্যা তাই এই গানটি মুক্তি জন্য কলকাতার থেকে সঠিক জায়গা আর কীই বা হতে পারে।

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

‘ধিন্ডোরা বাজে রে’ গানে আলিয়াকে লাল শাড়ি ও রণবীরকে লাল পাঞ্জাবি পরে দুর্গা পুজো মণ্ডপে ভয়হীন চিত্তে জমিয়ে নাচতে দেখা গিয়েছে। গানের পুরো ব্যাকগ্রাউন্ড, দুর্গাপুজো মণ্ডপ, সেট সবই লাল রঙকে বেশ করে ডিজাইন করা হয়েছে। গানটিতে আলিয়া-রণবীর ছাড়াও জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্নী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী সহ অন্যান্যদের দেখা গিয়েছে। পুরো গানের আবহেই স্পষ্ট রণবীর-আলিয়া দুজনেই পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে চলেছেন।

আরও পড়ুন: Oppenheimer: যৌনদৃশ্যে গীতাপাঠ! বিক্ষোভ সামাল দিতে আসরে অনুরাগ ঠাকুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest