ত্রাণ কাজে ব্যস্ত ‘দেশের মাটি’-র কিয়ান, ‘আইসোলেশনে’ রাহুল

পর্দার বাইরেও নোয়া পাশে দাঁড়িয়েছেন কিয়ানের ৷
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আগে বন্ধুদের কাঁধে কাঁধ মেলানোর জন্য অপেক্ষা করতে হত সপ্তাহান্ত অবধি ৷ তার আগে টানা শুটিং থাকত ৷ কিন্তু এখন লকডাউনের জন্য শুটিং বন্ধ ৷ ফলে দিব্যজ্যোতি দত্তর সুবিধাই হয়েছে ৷ তিনি এখন আগের থেকে অনেক বেশি কোভিডত্রাণে সামিল হতে পারছেন ৷

নিজের কাজের কথা ফেসবুকে শেয়ারও করেছেন ‘দেশের মাটি’-র কিয়ান ৷ সেখানে ছবিতে দেখা যাচ্ছে তিনি ঘাড়ে বড় বস্তা নিয়ে যাচ্ছেন ৷ যাদবপুরে একটি ক্যান্টিনে নিয়মিত যান ২১ বছর বয়সি এই অভিনেতা ৷ সেখানে রোজ ১২৫ জনের রান্না হয় ৷ সেই খাবার দুঃস্থ মানুষের কাছে পৌঁছে দেন দিব্যজ্যোতি ৷ পাশাপাশি রেশনও বিলি করেন তিনি ৷ এই কাজে তাঁর পাশে আছেন আরও দু’জন বন্ধু ৷

 

View this post on Instagram

 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘ধর্ষণ’, আইনি বিপাকে কঙ্গনা রানাউতের ব্যক্তিগত দেহরক্ষী

ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে সাহায্য করেছেন, জানিয়েছেন দিব্যজ্যোতি ৷ ‘দেশের মাটি’-তে তাঁর সহ-অভিনেত্রী নোয়ারূপী শ্রুতিও আক্রান্ত হয়েছিলেন কোভিডে ৷ পর্দার বাইরেও নোয়া পাশে দাঁড়িয়েছেন কিয়ানের ৷

অন্যদিকে, সদ্য করোনায় আক্রান্ত হয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । দিন তিনেক আগে রিপোর্ট পজিটিভ আসায় বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেতা। লকডাউনের আগে পর্যন্ত ‘দেশের মাটি’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তবে লকডাউনে শুটিং বন্ধ থাকায় বাড়িতে ছিলেন। এরমাঝেই শরীর খারাপ হয়। জ্বর হওয়ায় কোভিড টেস্ট করান তিনি। তারপরই রিপোর্ট পজিটিভ আসায় হোম আইসোলেশনে থাকছেন রাহুল এখন। সারা শরীরে ব্যথা আর দুর্বলতা ছাড়া অন্য কোনও উপসর্গ নেই। এখন ১২ দিন আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। বই পড়ে, সিনেমা দেখেই কাটছে তাঁর সময়।

আরও পড়ুন: মেয়েকে নিয়ে প্রকৃতিতে স্মৃতি তৈরিতে ব্যস্ত মিথিলা, কোথায় বেড়াতে গেলেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest