Ditipriya roy is to perform as durga in durga puja 2021 on star jalsha

কোয়েল, শুভশ্রীর পর দুর্গাবেশে দিতিপ্রিয়া! দেখুন মহিষাসুরমর্দিনী রূপে কেমন লাগছে অভিনেত্রীকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঘুমচোখে রেডিয়োর নব ঘোরাতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর অমোঘ কণ্ঠস্বর প্রতি মহালয়ায় জানান দেয়, ‘পুজো এসে গেছে’। পরিষ্কার আকাশে পেঁজা তুলো মনে করিয়ে দেয় শপিং হয়নি এখনও। বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন বেসরকারি চ্যানেলের মহালয়ার ভোরের অনুষ্ঠানের ‘দুর্গা’দের উপস্থিতিও স্মরণ করায় ‘মা আসছে’।

করোনাকালেও তার ব্যতিক্রম হয়নি। কোন চ্যানেলে কে হবেন দুর্গা তা নিয়ে জল্পনা চলছিল বিগত বেশ কিছু মাস ধরেই। কালারস বাংলায় দুর্গা হচ্ছেন কোয়েল মল্লিক, জি-বাংলায় থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর বেসরকারি চ্যানেলের বাজারে অন্যতম প্রতিদ্বন্দ্বী স্টার জলসায় কাকে দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে, তা নিয়ে চলছিল একগুচ্ছ জল্পনা।

মাস খানেক আগেই জানা গিয়েছিল ওই চ্যানেলে দুর্গারূপে দেখতে পাওয়া যেতে পারে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। সেই খবরেই অবশেষে লাগল শিলমোহর। স্টার জলসার মহিষাসুরমর্দিনী রূপে আসছেন তিনি। বৃহস্পতিবারই মুক্তি পেল সেই অনুষ্ঠানের প্রথম ঝলক।

আরও পড়ুন: Met Gala 2021: মাস্ক পরেই চুম্বন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের

বৃহস্পতিবার ‘স্টারজলসা’র সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার হল ‘জাগো মা দুর্গা অনুষ্ঠানের প্রথম ঝলক। যেখানে দেখা গেল দশভুজা রূপে দেখা গেল দিতিপ্রিয়াকে। হাতে পদ্ম, লাল বেনারসী শাড়ি। মহামায়া রূপে দিতিপ্রিয়া যেন একেবারে অন্যরকম। তাঁকে দেখে বোঝার উপায় নেই, এই মেয়েই এতদিন রানি রাসমণি হয়ে সবার চোখের মণি হয়ে উঠেছিল।

রাসমণি’ পর্ব শেষ হওয়ার পরই সিনেমার কাজে মন দেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এবার পাড়ি দিয়েছেন মুম্বই। সেখানে আবার লুক পালটে ‘পাতাললোক’ সিরিজের হাতোড়া ত্যাগী ওরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিব্যি কাটাচ্ছেন সময়।

আরও পড়ুন: Hobu Chandra Raja Gobu Chandra Mantri: মুক্তি পেল প্রথম গান, দেখুন ক্লিক করে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest