Don 3 Teaser: Ranveer Singh to replace Shah Rukh Khan in Don 3, teaser confirms

Don 3 Teaser: রণবীরই ডন! টিজারে আওড়ালেন আইকনিক ডায়লগ, পারবেন শাহরুখকে টেক্কা দিতে?

“১১ মুলুকের পুলিশ আমার খুঁজছে, কিন্তু পেয়েছে কে?” ‘ডন’ ছবির আইকনিক সংলাপ আবার ফিরতে চলেছে বড়পর্দায়। তবে এবার অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের মুখে নয়, এ সংলাপ বললেন রণবীর সিং। আর সেই সঙ্গে শুরু হল ‘ডন’-এর নয়া যুগ।

‘ডন ৩’ -এর টিজার শেয়ার করে ফারহান লেখেন,  ‘১৯৭৮ চিত্রনাট্যকার সেলিম জাভেদের হাত ধরে কাল্পনিক ‘ডন’ চরিত্রটি তৈরি হয়েছিল। যে চরিত্রে একসময় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। পরে ২০০৬-এর শাহরুখের হাত ধরে নতুন ‘ডন’ তৈরি হয়। লেখক, পরিচালক হিসাবে আমি শাহরুখকে নিয়ে দুটো ডন বানিয়েছি। দুটোর অভিজ্ঞতাই ভীষণ ভালো, আমার হৃদয়ের অত্যন্ত কাছের। এবার সেই ‘ডন’-এর সেই উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে, আশা রাখি অমিতাভ বচ্চন, শাহরুথ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে। ২০২৫-এর ডন-এর নতুন যুগের সূচনা হচ্ছে, দেখতে থাকুন…।’  তিনি তাঁর এই টুইটে পুষ্কর গায়ত্রীকেও ট্যাগ করেন, যদিও ছবিটির পরিচালনা করবেন ফারহান নিজেই।

আরও পড়ুন: Nitin Desai: নিজের স্টুডিওতেই আত্মহত্যা দেবদাস, লগান-এর আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের

টিজারের শুরুতে দেখা যাচ্ছে একটি বহুতলের ফ্ল্যাটের একটি ঘরে চেয়ারে পিছন ফিরে বসে ধূমপান করছেন রণবীর। তাঁর পরনে লেদার জ্যাকেট, বুট। তারপর কথায় কথায় তিনি জানান, ‘যে সিংহ ঘুমাচ্ছে সে কবে জাগবে জানতে চাইছে সবাই। তাহলে ওদের সবাইকে বলে দিন আমি জেগে উঠেছি, শীঘ্রই আমার ক্ষমতা দেখাতে ফিরছি।’ এবার মৃত্যুর সঙ্গে জিততে ডন হয়ে আসছেন রণবীর, ওরফে নতুন ডন।

টিজার মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গিয়েছেন বলিউডের খিলজি। আবারও নতুন ভূমিকায় নিজেকে তুলে ধরবেন তিনি। বলা ভাল, আবারও খলনায়কের চরিত্রে অনুরাগীদের মন কাড়তে প্রস্তুত তিনি। প্রথম দেখায় রণবীরকে ‘ডন’ হিসেবে মনে ধরলেও শাহরুখপ্রেমীরা চাইছেন এই ছবিতে বলিউড বাদশাকে যেন অন্তত কেমিও হিসেবে দেখা যায়।

ডন ৩ তে রোমার চরিত্রে যে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস অভিনয় করবেন না তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কারণ,রুশো ব্রাদার্সের স্পাই থ্রিলার সিরিজ সিটাডেল(Citadel Season 2)-এর দ্বিতীয় সিজনে অভিনয় করবেন বলে ফারহান আখতারের ছবি জি লে জারা-তে কাজ করতে অস্বীকার করেছেন তিনি।যে নিয়ে ঘনিষ্ঠমহলে যথেষ্ঠ ক্ষোভ প্রকাশ করেছেন জাভেদপুত্র।তাই ডন ৩ তে নতুন ডনের মতো নতুন রোমারও খোঁজে ছিলেন ফারহান।শোনা যাচ্ছে,রোমার চরিত্রে বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে কথা বলেছিলেন তিনি।কিন্তু শেষ পর্যন্ত ডন ৩ তে রণবীরের নায়িকা হিসেবে কিয়ারা আডবানিকে বেছে নিয়েছেন তিনি।যদিও এখনও এই নিয়ে কোনওরকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেননি নির্মাতারা। ২০২৫ সালে মুক্তি পাবে ফারহানের ‘ডন’ ফ্র্য়াঞ্চাইজির তৃতীয় ছবিটি।

আরও পড়ুন: Tanjin Tisha: রাজের সঙ্গে গোপন ভিডিও ফাঁস! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তানজিন তিশা