Dunki: 50 minutes of Shah Rukh Khan’s Dunki leaks on social media, 1.3 lakh people watch

Dunki: ঘরে বসেই বিনামূল্যে শাহরুখের ‘ডাঙ্কি’ দেখলেন এক লক্ষ দর্শক, কী ভাবে জানেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘ডাঙ্কি’ জ্বরে কাঁপছে নেটপাড়া। বৃহস্পতিবার সকাল থেকেই শাহরুখ ভক্তদের উন্মাদনা তুঙ্গে। দেশের বিভিন্ন রাজ্যে বাদশা-বন্দনায় মগ্ন অনুরাগীরা। রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে পর্দায় কতটা ম্যাজিক তৈরি করতে পারলেন শাহরুখ খান (Shah Rukh Khan)? সেই কৌতূহল যখন তুঙ্গে, ঠিক তখনই এক ভক্তর কীর্তিতে তোলপাড় নেটদুনিয়া। এদিন সিনেমার রিলিজের পরই এক্স হ্যান্ডেলে ‘ডাঙ্কি’র (Dunki release) ৫০ মিনিটের লাইভ স্ট্রিমিং হল।

২১ ডিসেম্বর মুম্বইয়ে ভোর ৫.৫৫ মিনিটে প্রথম শো ছিল ‘ডাঙ্কি’র। দিল্লি, কলকাতার মতো শহরেও সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল ‘ডাঙ্কি’-ঝড়। প্রেক্ষাগৃহে ছবি দেখতে দেখতেই এক অনুরাগী সমাজমাধ্যমের পাতায় ‘ডাঙ্কি’র স্ট্রিমিং শুরু করেন। প্রায় ৫০ মিনিট স্ট্রিমিংয়ের পর থামেন তিনি। সেই ৫০ মিনিটেই প্রায় ১ লক্ষ ৩০ হাজার অনুরাগী দেখে ফেলেছেন শাহরুখের ছবির প্রথম ভাগের অধিকাংশটাই। সমাজমাধ্যমের পাতায় সেই লিঙ্ক ছড়িয়ে পড়তেই সরিয়ে দেওয়া হয় তা। তবে তত ক্ষণে আরও ৭০০০ হাজার দর্শক দেখে ফেলেছেন শাহরুখের ছবি।

হিরানি পরিচালিত ২ ঘণ্টা ৪১ মিনিটের এই ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশলের মতো অভিনেতারা। মুক্তির দিনেই সমাজমাধ্যমে ফাঁস হয়ে যাওয়া সত্ত্বেও ভারতীয় বক্স অফিসে ৩০ কোটি টাকার কাছাকাছি উপার্জন করেছে ‘ডাঙ্কি’। ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো ‘ব্লকবাস্টার’ তকমা পেলে হিটের হ্যাটট্রিকের মাধ্যমেই ২০২৩ শেষ করবেন বলিউডের বাদশা।

সিনে বাণিজ্য বিশ্লেষক কোমল নাহাতা ইতিমধ্য়েই ‘ডাঙ্কি’কে ব্লকবাস্টার বলে ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর কথায়, “শেষ থেকে শুরু হাসি-কান্না আবেগের ভরপুর এই ছবি।” শাহরুখ খানের পারফরম্যান্সের পাশাপাশি ভিকি কৌশল, তাপসী পান্নুকেও বাহবা দিলেন তিনি। রাজকুমার হিরানির ফ্রেমে বাদশার কমিক টাইমিংও বেশ প্রশংসিত হয়েছে নেটপাড়ায়। তবে দর্শকদের একাংশের মতে, “শাহরুখ-তাপসীর রয়াসন জমেনি।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest