সুরের জাদুকর! রইল আর ডি বর্মনের সুরে সেরা বাংলা গানের তালিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: রাহুল দেব বর্মন, পঞ্চাশের দশকে বলিউড মিউজিকের পুরোধার জন্ম ১৯৩৯ সালে। সুরের সম্রাট শচীন দেব বর্মন এবং মীরা দেব বর্মনের হাত ধরেই সঙ্গীতের শিক্ষা শুরু আর ডির। পরে উস্তাদ আলি আকরব খাঁ ও আশিষ খানের যোগ্য শিষ্য ছিলেন তিনি। অসংখ্য বাংলা, হিন্দি ছবির গানের সুরকার ছিলেন তিনি।

আরডি-র হিন্দি গানের ম্যাজিক নিয়েই আলোচনা বেশি, তবে বাংলা গানেও কিন্তু রেখেছিলেন নিজের প্রতিভার ছাপ। রাহুল দেব বর্মণের সেরা দশ বাংলা গানের তালিকা তৈরি করা কিন্তু বেশ কঠিন কাজ। অনেক পছন্দের সঙ্গেই একটু আলাদা হতে পারে। তবু প্রয়াত শিল্পীর ৮১ তম জন্মজয়ন্তীতে দি নিউজ নেস্টের তরফে রইল তাঁর সেরা বাংলা গানের তালিকা।

যেতে যেতে পথে হল দেরি, গায়ক- রাহুল দেব বর্মণ, কথা- গৌরীপ্রসন্ন মজুমদার
মনে পড়ে রুবি রায়, গায়ক- রাহুল দেব বর্মণ, কথা- শচীন ভৌমিক
আমার মালতীলতা, গায়কঃ লতা মঙ্গেসকর, কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: শুভদিন…জন্মদিন…ফিরে দেখা পরমব্রত চ্যাটার্জি অভিনীত সেরা ৫ সিনেমা

এ কী হলো, গায়কঃ কিশোর কুমার, ছবিঃ রাজকুমারী
তোমাতে আমাতে দেখা হয়েছিল, গায়কঃ রাহুল দেব বর্মণ , কথাঃ শচীন ভৌমিক

ফিরে এসো অনুরাধা, গায়কঃ রাহুল দেব বর্মণ কথাঃ শচীন ভৌমিক

https://youtu.be/-XqghHxnVrk
হায় রে পোড়া বাঁশি, গায়কঃ লতা মঙ্গেসকর
বন্ধ দ্বারের অন্ধকারে, গায়কঃ আশা ভোসলে, কিশোর কুমার, ছবিঃ রাজকুমারি

আরও পড়ুন: মন্নতের ব্যালকনিতে বসানো হল ক্যামেরা! WFH করলেন শাহরুখ খান

Gmail 5
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest