this durga puja jeet vs dev on big screen

বড় পর্দায় জিত বনাম দেব টক্কর! পুজোয় মুক্তি পাচ্ছে বাজি ও হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অবশেষে এল সেই শুভক্ষণ। দীর্ঘ প্রতিক্ষার পর শেষপর্যন্ত স্ক্রিনে দেখা মিলবে জিৎ ও মিমি চক্রবর্তীর। শুক্রবার জিৎ ঘোষণা করলেন ১০ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘বাজি’। দিন কয়েক আগেই দেব ঘোষণা করেছেন পুজোয় মুক্তি পাবে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। করোনার তৃতীয় ঢেউ যদি বাধা হয়ে না দাঁড়ায় তবে পুজোয় টলিউডের বক্স অফিসের লড়াই জমে ক্ষীর হবে।

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে বাজির প্রথম গান ‘আয় না কাছে রে’। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধতে চলেছেন জিৎ ও মিমি চক্রবর্তী। সাংসদ হওয়ার পর এই প্রথম পুরোদস্তুর বাণিজ্যিক ছবিতে দেখা যাবে নায়িকাকে।  ’বাজি’ দক্ষিণী ছবির আদলে তৈরি হলেও চিত্রনাট্য একেবারে নিজের মতো করে সাজিয়েছেন অর্ণব ভৌমিক। গল্পে সাদৃশ্য থাকলেও কাহিনীর বুননে থাকছে নয়া মাত্রা। কেমন হবে গল্প? জানা গিয়েছে, দুটি পরিবারের প্রতিশোধে নিয়েই এই গল্পের কাহিনী।

আরও পড়ুন: প্রয়াত অক্ষয় কুমারের মা, নেটমাধ্যমে জানালেন অভিনেতা

বহুদিন আগেই মুক্তি পাওয়ার কথা ছিল ”হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী” ছবিটি। তবে গত দুবছর ধরে Covid- পরিস্থিতি, বারবার লকডাউনের কারণেই ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। বারবার মুক্তির প্রস্তুতি নিয়েও পরিস্থিতির কারণে পিছিয়ে যেতে হয়েছে প্রযোজক দেবকে। তবে আর দেরি নয়, বর্তমানে কোভিড পরিস্থিতি কাটিয়ে অনেকটাই ছন্দে ফিরেছে গোটা রাজ্য। সিনেমা হল গুলিও খুলে দেওয়া হয়েছে। তাই এই পুজোতেই দর্শকদের বোম্বাগড়ে নিয়ে যেতে তৈরি দেব (Dev)।

এই ছবিতে এক্কেবারে রূপকথার মোড়কে গল্প বলতে চলেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘সরকার মশাইয়ের থলে’ এবং ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ (Hobu Chandra Raja, Gobu Chandra Mantri) এই দুটি গল্প থেকেই তৈরি হয়েছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের এই ছবির চিত্রনাট্য। ফলে এই দুর্গা পুজোয় টলিউডের দুই সুপারস্টারের একসঙ্গে বড় পর্দায় চমক দেখতে পাবেন দর্শক। টলিউডের বক্স অফিসের লড়াই কিন্তু জমে যাবে। যাকে বলে সোয়ানে-সোয়ানে টক্কর!

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest