শ্রীলেখা মিত্র বরাবরই ঠোঁটকাটা। তাই না? সিনেমা থেকে রাজনীতি সব ব্যাপারেই ওঁর কথাবার্তা বেশ সোজাসাপ্টা। টলি পাড়ায় তো অনেকে বলেন, শ্রীলেখার আকছার যেমন খোলামেলা পোশাকে বোল্ড ছবি দেন, ওঁর ঠোঁটও তেমনই খোলামেলা। বেপরোয়া। কে জানে, শ্রীলেখা হয়তো ইচ্ছা করেই… আসলে বিতর্কও তো বাঁচিয়ে রাখে। টলি-বলি পাড়ায় সেও এক জিয়নকাঠি।
এই যেমন সদ্য ফেসবুকে একটা পোস্ট করে সেক্সারসাইজের কথা লিখেছেন শ্রীলেখা। কী লিখেছেন তিনি? জিম করার একটা ছবি ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘সেক্সারসাইজ ছাড়া এক্সারসাইজেও ন্যাচরাল গ্লো বাড়ে’। সঙ্গে একটি নো-ফিল্টার, আনএডিটেড ছবিও দিয়েছেন অভিনেত্রী।
পোস্ট দেখে বাড়ছে লাইক। সঙ্গে প্রশ্নও ঘুরছে, হঠাৎ কেন ‘সেক্সারসাইজ’, ‘এক্সারসাইজ’ নিয়ে মাথাব্যথা শ্রীলেখার? আনন্দবাজার ডিজিটালকে শ্রীলেখা জানিয়েছেন, ‘‘আমার ডাক্তারবাবু বলেছিলেন, যৌনতা নিয়ে আমাদের দেশে হাজার ট্যাবু। কিন্তু রোজের যৌনতারও প্রয়োজন আছে। শারীরিক মিলন অবসাদ মুছিয়ে হ্যাপি হরমোনের ক্ষরণ বাড়ায়। তাই যৌনতার পর মানুষ অনেকটাই রিল্যাক্স হন। একই উপকার মেলে নিয়মিত শরীরচর্চা করলেও। আমি চেষ্টা করি নিয়মিত ঘণ্টাখানেক কি দেড়েক যোগাভ্যাসের। তার জন্যই এখনও ঝলমলে, সতেজ। এই কথাটাই বলতে চেয়েছি।’’
আরও পড়ুন: দিনকয়েক পর চোখ খুললেন সৌমিত্র, হল দ্বিতীয় ডায়ালিসিস
Exercise apart from sexercise gives the natural glow #NoFilter #noedit only #Myreligionoflove
Posted by Sreelekha Mitra on Wednesday, 28 October 2020
শ্রীলেখা আছেন, সেক্স নেই! সত্যি? এখানেও রাখঢাক নেই অভিনেত্রীর। দাবি, তিনি মানুষের সঙ্গে দূরত্ব বাড়িয়ে কাছে টেনে নিয়েছেন সারমেয় পোষ্যদের। পার্টি করেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বায়নাক্কা বেড়েছে। চাওয়ার ধরনও বদলেছে। সেই সব চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়া সবার পক্ষে সম্ভব নয়। তিনি বিবাহিত পুরুষের সঙ্গেও প্রেম করবেন না। সব মিলিয়ে ‘সেক্সারসাইজ’ সত্যিই নেই তিনি।
অনেকেই মনে করছেন, এটা নজরকাড়ার একটা সাহসী চেষ্টা। নো ফিল্টার ইমেজ পোস্টের সঙ্গে সঙ্গে ‘সেক্সারসাইজ’ শব্দটি লিখে শ্রীলেখা হয়তো ইচ্ছে করেই বেশি সেনসেশনালাইজ করতে চেয়েছেন নিজের বক্তব্য। একথাও স্পষ্ট, যে তিনি বিশ্বাস করেন মনের উদারতা ও সৌন্দর্যে। শারীরিক গঠন, গায়ের রঙ কিংবা মুখে মেচেতার দাগ কোনও কিছুই তাঁর আনন্দে থাকার পথে বাধ সাধতে পারে না।
আরও পড়ুন: জিম সেশনের ছবি পোস্ট, বেবি ফ্যাট ঝরিয়ে ফেলতে মরিয়া শুভশ্রী