Fashion designer Masaba Gupta marries actor Satyadeep Misra

Masaba: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মাসাবা,সঙ্গী ভিভ, স্বামীর সঙ্গে উপস্থিত নীনাও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দ্বিতীয়বার বিয়ে করলেন নীনা গুপ্তার মেয়ে তথা ফ্য়াশন ডিজাইনার মাসাবা গুপ্তা। দীর্ঘ দিনের প্রেমিক সত্যদীপ মিশ্রার সঙ্গে সই-সাবুদ করে বিয়ে সারলেন। শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধবাদন্ধবদের নিয়েই চুপিসারে বিয়ে সারেন নীনা কন্যা।

নিজেদের বিয়ের খবরটা ইনস্টাগ্রামে দিয়েছিলেন মাসাবা। তবে আরপাঁচটা খ্যাতনামীদের মতো বিয়ের অনুষ্ঠানে জাঁকজমকহীন কেন? প্রশ্ন উঠেছে। তার উত্তরে ‘ভোগ’ পত্রিকাকে মাসাবা বলেছিলেন, ‘‘এই অন্তরঙ্গ মুহূর্তকে শুধুমাত্র ঘনিষ্ঠদের সঙ্গে ভাগ করে নিতে চাই দু’জনেই। তা ছাড়া, অযথা বিপুল অর্থনষ্ট করাটাও উচিত মনে হয়নি আমাদের।’’ মাসাবার মতে, ‘‘ব্যক্তিগত ঘেরাটোপে সকলের প্রবেশ ঘটানো যায় না। এটাই বিশ্বাস করি আমরা দু’জনে। ফলে আজকের মতো স্মরণীয় দিনে শুধুমাত্র পরিবার আর প্রিয়জনেরাই উপস্থিত ছিলেন।’’

 

View this post on Instagram

 

A post shared by Masaba (@masabagupta)

প্রশ্ন উঠছে, নবদম্পতির মধ্যে আলাপপরিচয় কবে জমে উঠল? আসলে নেটফ্লিক্সের সিরিজ় ‘মাসাবা মাসাবা’র শুটিংয়ের সময় দু’জনের আলাপ। এর পর থেকে হামেশাই পরস্পরের ইনস্টাগ্রামে টুকরো মন্তব্য করতেন তাঁরা। তা থেকেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে। ২০২০ সাল থেকেই নাকি দু’জনের মধ্যে মন দেওয়ানেওয়ার পর্ব শুরু হয়েছিল। শুটিংয়ের কাজ মিটিয়ে হামেশাই একসঙ্গে দেখা যেত তাঁদের।

আরও পড়ুন: Nawazuddin Siddiqui: সম্পত্তি নিয়ে অশান্তি, বৌমার নামেই FIR করলেন নওয়াজের মা

৩৩ বছরের মাসাবার অবশ্য এটাই প্রথম বিয়ে নয়। এর আগে প্রযোজক মধু মন্টেনার সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। তবে ২০১৫ সালের সেই বিয়ে টিকেছিল মোটে ৪ বছর। ১৯-এ মন্টেনার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁর। মাসাবার মতো সত্যদীপেরও এটা দ্বিতীয় বিয়ে। বলিউডের অতি পরিচিত মুখ অদিতি রাও হায়দারির সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছিল ২০১৩ সালে।

শুক্রবার আদালতে বিয়ের পর ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে মাসাবা আর সত্যদীপের প্রিয়জনেরা জড়ো হয়েছিলেন। তাঁদের পাশে দেখা গিয়েছে নীনা এবং ভিভকে। সঙ্গে ছিলেন নীনার বর্তমান স্বামী বিবেক মেহরাও। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ভিভ রিচার্ডসের কোনও দিনই আইনি বিয়ে সারেননি নীনা। তবে আশির দশকে মাসাবার জন্মের পর ভিভের সঙ্গে সম্পর্কের কথাও অস্বীকার করেননি তিনি। শুক্রবার মেয়ের বিয়ের পর ঘরোয়া অনুষ্ঠানে ভিভকে পাশে পেয়েছেন নীনা।

 

View this post on Instagram

 

A post shared by Neena Gupta (@neena_gupta)

আরও পড়ুন: Pathaan Box office Collection: দ্বিতীয় দিনেও ‘পাঠান’ ঝড়, ভাঙছে একর পর এক রেকর্ড

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest