Fawad Khan To Make Bollywood Comeback With Vaani Kapoor. Details Inside

Fawad Khan: বলিউডে প্রত্যাবর্তন পাক তারকা ফাওয়াদ খানের! ৮ বছরের অপেক্ষা ভাঙছে কোন ছবি?

বহু ভারতীয় নারীর মন জয় করে নিয়েছিলেন পাকিস্তানের সুদর্শন অভিনেতা ফাওয়াদ খান। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত, করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অনুষ্কা শর্মার বিপরীতে শেষবার তাঁকে দেখা যায় এ দেশের রুপোলি পর্দায়। তারপর ৮ বছর আর কোনও ভারতীয় ছবিতে অভিনয় করেননি ফাওয়াদ। এ দেশের ছবির জগতে প্রত্যাবর্তন ঘটছে তাঁর।

পুলওয়ামা কাণ্ডের পর থেকেই বলিউডে বা ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করে দিয়েছিল সিনে সংগঠন। গত নভেম্বরেই পাক শিল্পীদের উপর থেকে নিষিদ্ধের খাড়া তুলে নেওয়ার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট।নিষেধজ্ঞা ওঠার পর পয়লা শিকে ছিঁড়েছিল গায়ক আতিফ আসলামের। ‘লাভ স্টোরি অফ নাইনটিস’ ছবির জন্য গান রেকর্ড করেছেন তিনি। এবার সেই পথ ধরেই ফের ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তন ‘হ্যান্ডসাম হিরো’ ফাওয়াদ খানের (Fawad Khan)।

বলি অন্দর বলছে, অভিনেত্রী বাণী কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। একটি রোম্যান্টিক কমেডি ছবিতে কাস্ট করা হয়েছে ফাওয়াদকে। ছবির পরিচালক আরতি বাগদি। নাম এখনও ঠিক হয়নি। তবে জানা গিয়েছে, শুটিং হবে ব্রিটেনের নানা জায়গায়।বলিউডের ছবিতে ফাওয়াদ এবং বাণীর চরিত্রটি দুই ভগ্ন হৃদয় মানুষের। পরিস্থিতি তাদের একে-অপরের সম্মুখে দাঁড় করায়। ধীরে-ধীরে একে-অপরকে ভালবেসে ফেলে চরিত্র দুটি। নতুন প্রজন্মের এই কাহিনি ভাল লাগবে বলেই আশা নির্মাতাদের।  ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছাড়াও বলিউডে ‘কাপুর অ্যান্ড সনস’, ‘খুবসুরত’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। ফাওয়াদের সেই ছবির তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি ছবি।

বর্তমানে, ফাওয়াদ ‘বরজাখ’ নামে একটি ওয়েব সিরিজের মাধ্যমে ভারতীয় পর্দায় ফিরে আসতে প্রস্তুত। যেখানে তিনি জিন্দেগি গুলজার হ্যায় সহ-অভিনেতা সনম সাইদের সঙ্গে আবারও এক হলেন। সিরিজটি ১৯ জুলাই মুক্তি পেতে চলেছে।
জি ফাইব – এ। এছাড়াও ইউ টিউবেও দেখা যাবে সিরিজটি।

 

View this post on Instagram

 

A post shared by Fawad A Khan (@fawadkhan81)