সুশান্তের মৃত্যুর তদন্ত: মহেশ ভাটকে ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ পুলিশের, মঙ্গলে ডাক করণ জোহরকেও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে সোমবার মুম্বই পুলিশের জেরার মুখে পড়েছিলেন পরিচালক,প্রযোজক মহেশ ভাট। এদিন সান্তাক্রুজ থানায় বয়ান রেকর্ড করলেন মহেশ ভাট। এদিন থানা থেকে বেরিয়ে যাবার সময় পাপারাত্জিদের লেন্সেবন্দী হন মহেশ ভাট।ফেসমাস্ক এবং শিল্ডে এদিন পাওয়া গেল মহেশ ভাটকে।

সোমবার দুপুর ১১.৩০ নাগাদ সান্তাক্রুজ পুলিশ স্টেশনে নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন মহেশ ভাট। প্রায় চার ঘন্টা তাঁর সঙ্গে কথা হয় পুলিশ আধিকারিকদের। মঙ্গলবার বয়ান রেকর্ডের জন্য ডেকে পাঠানো হয়েছে ধর্মা প্রোডাকশনের সিইও করণ জোহরকে শোনা গিয়েছে এমনই। আদিত্য চোপড়া এবং সঞ্জয় লীলা বানশালির সঙ্গে কথা বলার পরই মহেশ ভাট ও করণ জোহরকে জেরা করার কথা জানায় পুলিশ। এছাড়াও,
মুকেশ ছাবড়া, শানু শর্মা, রিয়া চক্রবর্তী, সঞ্জনা সাংঘী-সহ একাধিক জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন: রিপোর্ট নেগেটিভ, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন ঐশ্বর্য-আরাধ্যা

দ্বিতীয় বারের জন্য বয়ান রেকর্ড হয় সুশান্তের দিদি মিতু এবং সুশান্তের ফ্ল্যাটের রাঁধুনির। ডেকে পাঠানোর কথা রিয়া চক্রবর্তীকেও। সুশান্তের কার্ড ব্যবহার করে বেশ কিছু টাকা তুলেছেন তিনি। হিসেব মিলছে না কিছু বিলেরও।

অভিনেতার মৃত্যুর পর প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে ঘটনাটিকে আত্মহত্যা বলেই উল্লেখ করা হয়েছিল। যদিও ভিসেরা রিপোর্ট এখনও পর্যন্ত হাতে পায়নি পুলিশ। কিন্তু ফরেন্সিক দলের সঙ্গে কথা বলার পরই তাঁরা জেরার তালিকা বাড়ান। সুশান্তের মৃত্যু তদন্তে কঙ্গনাকেও নোটিশ পাঠিয়েছে মুম্বই পুলিশ। কঙ্গনা মানালিতে থাকায় তাঁর আইনজীবী ইশকরণ সিং ভান্ডারীর মাধ্যমে মুম্বই পুলিশকে জবাব দিয়েছেন।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় লাগাতার কদর্য মন্তব্যে! রাজনৈতিক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লাইভে আত্মহত্যার চেষ্টা জনপ্রিয় অভিনেত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest