Finally came the good news! Nusrat Jahan gave birth to a son

অবশেষে এল সুখবর! পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরত জাহান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুত্রসন্তানের জন্ম দিলেন নুসরত জাহান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। নবজাতক এবং মা আপাতত ভাল আছেন। সন্তান জন্ম দেওয়ার সময় তাঁর ইচ্ছে অনুসারে নুসরতের সবথেকে কাছের মানুষ যশ দাশগুপ্ত তাঁর সঙ্গী ছিলেন।

বুধবার রাত থেকেই হাসপাতালে নুসরতের পাশে ছিলেন যশ এমনকি ওটিতে তাঁর পাশেই ছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।

আরও পড়ুন: Bigg Boss OTT: Raqesh- র চুমুতেই ঘুম ভাঙছে Shamita-র, নতুন প্রেম খুঁজে পেলেন নায়িকা?

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন নুসরত। ছবিতে স্পষ্ট, মাতৃত্বের ঔজ্জ্বল্য তাঁর চোখে-মুখে। কোনও মেক আপ নেই। খোলা চুল, ফোলা মুখ, চোখে চশমা পরে সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ভয় দূর হয়ে জোরাল হচ্ছে বিশ্বাস।” মাতৃত্বের বিশেষ মুহূর্তের আগে নিজের চারপাশে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে ঘিরতে চাইছিলেন, তা তাঁর পোস্ট থেকে স্পষ্ট হয়।

সূত্রের খবর, বুধবার রাত সাড়ে দশটার পর পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে ভর্তি হন নুসরত। হাসপাতাল সূত্রে খবর, আজ বেলা সাড়ে বারোটা থেকে ১টার মধ্যে অপারেশন হয় নুসরতের। এতদিন যে খবরের জন্য সবাই অধীর অপেক্ষায়, সেই খুশির খবর মেলে আজ দুপুরে। সন্তানের জন্ম দিলেন নুসরত জাহান।

আরও পড়ুন: ১০ সেপ্টেম্বর আসছে ‘থালাইভি’, জয়ললিতার সাজে কঙ্গনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest