শর্ট নোটিশে বন্ধ হয়ে গেল ‘ফিরকি’-র শুটিং, কিন্তু কেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্বামী-সংসার আর তিন বউয়ের কোন্দল দূরে রেখে সমাজকে অন্য বার্তা দিতে শুরু হয়েছিল ‘ফিরকি’। নাম শুনেই পাত্রপক্ষের ভিড়মি খাওয়ার জোগাড়। মা তার আদর করে এই নাম রেখেছে। অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে। সেই মেয়ের জন্য বিয়ের কথাবার্তা চলে তখন কিন্তু মা কিছুতেই সামনে আসতে চান না।

মেয়েই শেষমেশ মাকে সামনে আনে। কিন্তু তাঁর মা বৃহন্নলা দেখে পাত্রপক্ষ ছিটকে যায়। পাত্রপক্ষের সামনে ঢাল হয়ে দাঁড়ায় মে। সরাসরি প্রশ্ন করে আপনিও মা, আমার মাও আমাকে মানুষ করেছেন। তাহলে তফাৎ কোথায়? এরপর মাকে সঙ্গে নিয়েই মেয়ে পা রাখে এই আজব দুনিয়ায়। সত্যিই কি বৃহন্নলার মেয়ে এই পরিচয়ে সে অন্য কারোর বাড়ির বউ হতে পারবে? মূলত এই ছিল গল্পের ইউএসপি! কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই চ্যানেল বন্ধ করে দিল সিরিয়ালটি। বন্ধের খবরে অবাক কলাকুশলীরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কী এমন হল যে এক বছরের মাথায় চ্যানেল বন্ধ করে দিল সিরিয়ালটি?

অনেক তৃতীয় লিঙ্গের মানুষ ‘ফিরকি’তে অভিনয় করতেন।‘ট্রান্সজেন্ডার মা’ লক্ষ্মীর অভিনয় করতেন আর্যাউনি একজন মহিলাবন্ধু রানির চরিত্রটি বেশ জনপ্রিয় হয়ে উঠছিল। রানি ওরফে সুজি ভৌমিক একজন তৃতীয় লিঙ্গের মানুষ। শুটিং বন্ধ হওয়া নিয়ে রানিকে ফোন করা হলে উনি বলেন “ প্রযোজকের তরফ থেকে আমাদের জানান হয়েছেচ্যানেল নাকি সার্ভে করে জেনেছে আমাদের মত তৃতীয় লিঙ্গদের মানুষের গল্প দর্শক আর দেখতে চাইছে না। দর্শকই যেহেতু শেষ কথাতাই সিরিয়ালটি বন্ধ করে দিচ্ছে চ্যানেল।”

আরও পড়ুন: খাদ্যে বিষক্রিয়া! মুসৌরিতে ছবির সেটে গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, মানতে নারাজ প্রোডাকশন টিম

বাস্তবের চিত্রটা অবশ্য একটু আলাদা। ফিরকির বিয়ে হয়ে যাবার পর সিরিয়ালটি যখন গড়পড়তা ‘ফ্যামিলি ড্রামা’–তে ঢুকে পড়ে, টি আর পি হোঁচট খেয়েছিল। পরে আবার ‘তৃতীয় লিঙ্গ’দের গল্প বলা শুরু হলে টি আর পি একটু বাড়ে। আগের সপ্তাহেও ফিরকির টি আর পি ছিল ৬.৫। টি আর পি–র নিরিখে মোটের ওপর ভালই। তবু সিরিয়ালটি বন্ধ করে দিচ্ছে কেন চ্যানেল? “

প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার তরফ থেকে জানান হয় সব সিরিয়ালই এক সময় বন্ধ হয়।এটা নতুন কিছু নয়। ‘ফিরকি’ও সেই ভাবেই বন্ধ হল। তবে খুব কম নোটিশেই বন্ধ করে দিতে হল সিরিয়ালটি। কিন্তু দর্শক আর সিরিয়ালটি দেখছে না, এটা মানতে খুব একটা রাজি নয় প্রযোজনা সংস্থা। এ–ব্যাপারে চ্যানেলের তরফ থেকে অবশ্য কেউ কিছু জানাননি।

‘ফিরকি’–র শুটিং আজ শেষ হলেও সিরিয়ালটি সম্প্রচারিত হবে ২ জানুয়ারি অবধি।

আরও পড়ুন: বলিউডে ফের কোভিড হানা, সংক্রমিত রাকুল প্রীত সিংহ, বন্ধ ছবির শ্যুটিং

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest