Prabhas 20 First Look: বাহুবলী এবার ‘রাধেশ্যাম’, মুক্তি পেল রোমান্টিক পোস্টার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দীর্ঘদিন ধরেই প্রিয় অভিনেতা প্রভাসের পরের ছবি নিয়ে উৎসুখ ছিলেন ফ্যানেরা। সেই দীর্ঘ অপেক্ষার অবসান হল শেষমেশ। প্রকাশ্যে এল প্রভাসের কেরিয়ারের ২০তম ছবির টাইলেল ও ফার্স্ট লুক পোস্টার। ছবির নাম ‘রাধেশ্যাম’। ছবি পরিচালনায় রাধা কৃষ্ণা কুমার।

রাধেশ্যামের ফার্স্ট লুক পোস্টারে এক জ্বলন্ত পরিবেশের মাঝখানে রোম্যান্টিক পোজে পাওয়া গেল ছবির দুই কেন্দ্রীয় চরিত্র প্রভাস ও পূজা হেগড়েকে। এই ছবিতে প্রভাসের নায়িকা পূজা। ‘প্রভাস২০’কে ঘিরে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে, এদিন ছবির ফার্স্ট লুক শেয়ার করে ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে প্রভাস লেখেন ‘এটা তোমাদের জন্য, আশা করছি ভালো লাগবে’।

আরও পড়ুন: রহমানের ম্যাজিক ও সুশান্তের হাসি– জোড়া ফলায় কুপোকাত ‘দিল বেচারা’! শুনে নিন সদ্য মুক্তি পাওয়া গান

 

প্রভাস ও পুজা হেগড়ের রোমান্টিক পোস্টার দেখে আপ্লুত নেটিজেনরা। পোস্টারে তাদের একটি নাচের ভঙ্গিতে দেখা যাচ্ছে। যেখানে পুজার হাতে হাত রেখেছেন প্রভাস। ছবির ব্যাকগ্রাউন্ডে অঙ্কিত ইতালি। যেন এক রাজকন্যার বেশে উঠে এসেছে পুজা। একটি প্রেমের কাহিনি এই ছবি। তবে তাতে রয়েছে ট্যুইস্ট। ভবিষ্যদ্বাণী করতে পারার মতো বিশেষ ক্ষমতা থাকবে প্রভাসের চরিত্রের।

শোনা যাচ্ছে করোনা সংক্রান্ত সুরক্ষাবিধি মেনে অগস্ট মাস থেকেই নাকি রাধেশ্যামের শ্যুটিং শুরু হবে। এর জন্য হায়দরাবাদ ফিল্মসিটিতে বিশাল সেটও তৈরি হয়ে গিয়েছে।জানা গিয়েছে সত্তরের দশকের ইউরোপের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। বাহুবলীর পর ভারতের প্রতিটি কোণায় এখন প্রভাসের ফ্যান। তাই তাঁকে নিয়ে উত্তেজনাও প্রবল। প্রভাষকে বড় পর্দায় দেখার আশায় আবারও উচ্ছ্বসিত দর্শক।ইউভি ক্রিয়েশন ও টি-সিরিজের রে মুক্তি পাবে এই ছবিটি। সারা ভারতে ছবিটি তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে। হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালামে মুক্তি পাবে। তবে মুক্তির সম্ভাব্য তারিখের কথা এখনও প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: চার মাস আবু ধাবিতে আটকে মৌনী, বললেন, ‘পরিবারকে বড্ড মনে পড়ছে’

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest