#Candle4SSR: যেখানেই থাকো, হাসিখুশি থেকো, প্রদীপ জ্বালিয়ে সুশান্তের জন্য প্রার্থনা অঙ্কিতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বুধবার রাত সাড়ে আটটায় সুশান্ত সিং রাজপুতের আত্মার শান্তি কামনা ও তাঁর মৃত্যুর বিচার চেয়ে মোমবাতি জ্বালানোর শপথ নিয়েছিল অনুরাগীরা। এই #Candle4SSR উদ্যোগে যোগ দিলেন অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডেও। এদিন নিজের বাড়ির মন্দিরে সুশান্তের আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালালেন অঙ্কিতা। সুশান্ত ভক্তদের পাশে দাঁড়ালেন তিনিও।

ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে অঙ্কিতা লেখেন, ‘আশা..প্রার্থনা এবং শক্তি!!! যেখানেই থাকো হাসতে থাকো’।

https://www.instagram.com/p/CC8nWWDBf4Q/

আরও পড়ুন: গজাল, ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে সুশান্তকে? বিস্ফোরক ভিডিও পোস্ট আত্মা বিশেষজ্ঞের, শুনলে হাড়হিম হয়ে যাবে

সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া থেকে কার্যত বিদায় নিয়েছিলেন অঙ্কিতা । বহুদিন সর্বসমক্ষে আসেননি । সুশান্তে মৃত্যুর একমাস পর যখন প্রথম পোস্ট করলেন, সেখানেও ছিল প্রাক্তনের জন্য প্রার্থনা।  সুশান্তের মৃত্যুর ১ মাস পূর্তি উপলক্ষেও ঈশ্বরের ছবি ও মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে পোস্ট করেছিলেন অভিনেত্রী। ক্যাপশানে সুশান্তের উদ্দেশ্যে লিখেছিলেন, ”ঈশ্বরের সন্তান”।

https://www.instagram.com/p/CCm2bflBzpN/

আরও পড়ুন: প্রহর গুনছে দেশবাসী! জেনে নিন, শুক্রবার কোন সময় মুক্তি পাচ্ছে সুশান্তের ‘দিল বেচারা’?

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একমাসেরও বেশি সময় অতিক্রান্ত। প্রয়াত অভিনেতার মৃ্ত্যুর শোক এখনও ভুলতে পারছেন না অগুনতি গুণমুগ্ধ ভক্তরা। পাশাপাশি শুরু থেকেই সুশান্তের মৃত্যু নিয়ে বেশকিছু প্রশ্ন রয়েছে ভক্তদের মনে। এই ঘটনাকে নিছক আত্মহত্যা বলে উল্লেখ করা মুম্বই পুলিশের উপর আস্থা নেই নেটিজেনদের।লাগাতার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তাঁরা। টুইটার ইন্ডিয়ায় এই মুহূর্তে পয়লা নম্বরে ট্রেন্ড করছে #Candle4SSR,গত দু ঘন্টায় প্রায় ছয় লক্ষ টুইট হয়েছে এই হ্যাশট্যাগে। সুশান্তের মৃত্যুর বিচার চেয়ে প্রার্থনা করছেন তাঁর ভক্তরা।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest