পর্ন ভিডিও শুট এবং ওয়েবসাইটে আপলোড করায় গ্রেফতার ‘গন্ধি বাত’ খ্যাত অভিনেত্রী

২০১২ সালে মিস এশিয়া বিকিনি প্রতিযোগীতার খেতাব জেতেন গহনা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

র্ন ভিডিয়ো শ্যুট করে তা নিজের ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছিলেন, এমনই অভিযোগে শনিবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হয়েছেন ‘গন্দি বাত’ খ্যাত নায়িকা গহনা বশিষ্ঠ।

ছত্তিশগড়ের এই অভিনেত্রীর আসল নাম বন্দনা তিওয়ারী। তাঁর মা একজন গৃহবধূ ও বাবা শিক্ষা দপ্তরের অফিসার। বিনোদন জগতে পা রাখার পর তিনি তাঁর নাম গহনাতে রূপান্তরিত করেন। স্টার প্লাসের ধারাবাহিক ‘বহনে’-তে পার্শ্ব চরিত্রে অভিনয় করে অভিনয় কেরিয়ার শুরু করেন গহনা। তার আগে বেশ কিছু বি-গ্রেড হিন্দি ছবি ও একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন গহনা। তাঁর ডেব্যিউ ছবি ‘ফিল্মি দুনিয়া’। বহু তামিল ছবিতে আইটেম গানে নেচেছেন গহনা।

২০১২ সালে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন গহনা। সেই বছর মিস এশিয়া বিকিনি প্রতিযোগীতার খেতাব জেতেন গহনা। একতা কাপুরের অল্ট বালাজি (ALT Balaji)-র চর্চিত ওয়েব সিরিজ ‘গন্ধি বাত’-এর তিন নম্বর সিজনে লিড রোলে অভিনয় করেন গহনা বশিষ্ঠ।

গহনার কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক গন্দি বাত। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেলের হাতে শনিবার গ্রেফতার হয়েছেন গহনা। মুম্বই পুলিশ সূত্রে খবর, ৮৭-টির বেশি পর্ন ফিল্ম শ্যুটিং করে নিজের ওয়েব সাইটে আপলোড করেছেন গহনা। তদন্তে জানা গিয়েছে অনান্য মডেল, প্রোডাকশন হাউজও গহনার তৈরি এই পর্নোগ্রাফিক ব়্যাকেটের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: সঙ্গে সৃজিত! তিক্ততা ভুলে এক ফ্রেমে Jaya-Mithila!

গহনার ওয়েবসাইটে অ্যাডাল্ট কনটেন্ট দেখতে ২০০০ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হয়, জানিয়েছে পুলিশ। আজ আদালতে তোলা হবে অভিনেত্রীকে। এছাড়াও পুলিশ জানিয়েছে যে আরও অনেকজন মডেল, অভিনেত্রী এবং কিছু প্রোডাকশন হাউস, যারা মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের দ্বারা নির্মিত ছবিগুলি সম্পাদনা ও আপলোড করেছে, তাঁরা পুলিশের নজরে আছেন। মামলাটি সামনে আসার পর থেকে আরও তিনজন পুলিশে অভিযোগ করেছেন যে তাঁরা পর্ন ছবিতে অভিনয় করতে বাধ্য হয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Gehana Vasisth (@gehana_vasisth)

বৃহস্পতিবার মালাদের মাধ দ্বীপের গ্রিন পার্কের বাংলোয় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ তাঁদের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজেদের অধীনে রেখেছে যেখানে অ্যাপের সাবস্ক্রিপশনের মাধ্যমে ৩৩ লাখ টাকা রয়েছে।একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ হাই ডেফিনিশন ভিডিয়ো ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্পটলাইট, একটি ক্যামেরা স্ট্যান্ড, মেমোরি কার্ডসহ ভিডিয়ো ক্লিপ এবং সংলাপ ও ক্লিপগুলি বাজেয়াপ্ত করেছে।

পুলিশ এই খবর পেয়েছিল যখন তাঁরা নতুন মুখের সন্ধানে বিজ্ঞাপন প্রকাশ করছিলেন এবং একটি ছবিতে তাঁদের অভিনয়ের সুযোগ দেওয়ার অজুহাতে তাঁরা এই বাংলোগুলিতে নিয়ে তাঁদের দিয়ে অশ্লীল দৃশ্যের শ্যুট করাতেন। এমনকি তাঁদের আরও বিপুল পরিমাণে অর্থের লোভ দেখিয়ে চুক্তিতে স্বাক্ষর করাতেন এবং পর্ন ছবিতে অভিনয় করতে বাধ্য করাতেন।

আরও পড়ুন: নীল-তৃণার ফুলসজ্জার রাতের ছবি ভাইরাল, টুম্পা ডান্সে মাতোয়ারা ‘গুনগুন’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest