Gifts for Mouni Roy's wedding will reach in Goa from her home town Cooch Behar

তত্ত্বে কোচবিহারের নাড়ু ও আচার, মদনমোহনের পুজো দিয়ে শুরু মৌনির বিয়ের অনুষ্ঠান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাংলার কোচবিহার মৌনি রায়ের (Mouni Roy) জন্মভূমি। এখানেই অভিনেত্রীর বড় হওয়া। ছোটবেলার সেই সমস্ত স্মৃতিকে সঙ্গে নিয়েই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড তারকা (Bollywood Star)। তাঁর বিয়ের জন্য কোচবিহার থেকে তত্ত্ব হিসেবে গয়নার পাশাপাশি যাচ্ছে নাড়ু, আচারের মতো সামগ্রী। মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পরই বিয়ের অনুষ্ঠান শুরু হবে বলে খবর।

কোচবিহার থেকে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন মৌনির মা মুক্তি রায়, ভাই মুখর-সহ হাতেগোনা আত্মীয়। তাদের মধ্যে অভিনেত্রীর কাকু, এক তুতো দাদা সপরিবার রয়েছেন। কোভিড পরিস্থিতির জন্য শেষমূহূর্তে আমন্ত্রিতের সংখ্যা কাটছাঁট হওয়ায় কোচবিহার থেকেও একেবারে কম সংখ্যক আত্মীয়রা অনুষ্ঠানে থাকবেন।

আরও পড়ুন: ১২ সপ্তাহ আগে সন্তানের জন্ম, এখন হাসপাতালেই থাকবে নিক-প্রিয়াঙ্কার সন্তান

গত বছরের শুরু থেকেই শোনা গিয়েছিল বিয়ে করছেন মৌনি রায়। পাত্র বহুদিনের প্রেমিক দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। বেঙ্গালুরুর জৈন পরিবারের ছেলে সুরজ। ব্যবসা করেন দুবাইয়ে। অন্যদিকে কোচবিহারের রাজবংশী পরিবারের মেয়ে অভিনেত্রী। তাঁর বাবা কোচবিহার পুরসভার উচ্চপদস্থ কর্মচারী। মা অবসারপ্রাপ্ত শিক্ষিকা।

ব্যাঙচাতরা রোডে মৌনীর বাড়ি। মা মুক্তি রায় সেখানেই থাকেন। চাকরি সূত্রে কলকাতায় থাকলেও ভাই মুখরও বর্তমানে বাড়িতে। পরিবারের ঘনিষ্ঠ বৃত্তে থাকা সূত্রের দাবি, কোচবিহার থেকেই বলিউড অভিনেত্রীর বিয়ের তত্ত্বের কিছু সামগ্রী নিয়ে যাওয়া হবে। রায় পরিবারের আদরের মেয়ে মানিয়া, মৌনীর বিয়ের ওই তত্ত্ব সাজানোর তদারকি করছেন তাঁর মা। মৌনীর পছন্দের নারকেল নাড়ু, আচারও থাকছে। বিয়েতে যোগ দিতে যাঁরা যাচ্ছেন তাঁদের কোভিড প্রতিষেধকের দু’টি টিকাকরণের শংসাপত্র না থাকলে আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নিতে হচ্ছে।

আরও পড়ুন: মেয়ের জন্য ১৪৯ কোটি টাকা দিয়ে কিনলেন বাড়ি, সরে দাঁড়াচ্ছেন ‘জি লে জারা’ থেকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest