ডিসেম্বরেই বাঁধা পড়ছেন সাত পাকে, অবশেষে পরিণতি পাচ্ছে গৌরব-দেবলীনার প্রেম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টলিপাড়ায় এখন শুধুই বিয়ের সানাই! অনির্বাণ ভট্টাচার্য-মধুরিমা, নীল-তৃণার পর এবার পাকা খবর সাত পাকে বাঁধা পড়ছেন গৌরব-দেবলীনা। বিয়ের তারিখ- ৯ ডিসেম্বর।

আড়াই বছরের সম্পর্ক টলিউডের ‘পাওয়ার কাপল’ গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারের। মহামারির কারণে বিয়েতে কোনো বড় আয়োজন থাকবে না। দুই পরিবারের কাছের আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন তাঁরা।

আগামী ডিসেম্বরের ৯ তারিখ বিয়ের পর্ব সারছেন গৌরব-দেবলীনা। প্রথমে ২৫ ডিসেম্বর ঘটা করে বিয়ে করার কথা ছিল এই জুটির। তবে করোনার কারণেই পরিকল্পনায় পরিবর্তন। ৯ তারিখ হাতেগোনা বন্ধু ও দুই পরিবারের উপস্থিতি সাত পাকে বাঁধা পড়বেন গৌরব-দেবলীনা জুটি। ১৫ তারিখ বিয়ের রেজিস্ট্রি। এই খবর ক্যালক্যাটা টাইমসকে নিশ্চিত করেছেন দেবলীনা নিজে।

বিয়েটা ধুমধাম করে না করলেও সেলিব্রেশন কিন্তু বাদ পড়বে না তা জানিয়ে দিয়েছেন দেবলীনা. আগামী বছর মার্চে বসবে গৌরব-দেবলীনার বিয়ের গ্র্যান্ড রিসেপশন। বিদেশে থাকা আত্মীয়রাও যাতে শামিল হতে পারে এই খুশিতে তাই একটু দেরিতে এই সেলিব্রেশনের আসর।

 

View this post on Instagram

 

A post shared by Gourab Chatterjee (@baruog)

আরও পড়ুন: ফালাক রশিদ রায়ের বিবাহবার্ষিকী পার্টিতে রাজ- শুভশ্রী, কালো টপ ও টর্নড জিনসে গ্ল্যামারাস নায়িকা

দেবলীনা জানিয়েছেন, ‘বিয়েতে লাল বেনারসি পরবো, দীপাবলির পরে কিনেছি। রেজিস্ট্রির দিন ইন্দো-ওয়েস্টার্ন পোশাক পরবো। গৌরব আর আমি দুজনেই ব্যস্ত। আমি অরিন্দম শীলের তীরন্দাজ শবরের কাজ করবো ৭ ডিসেম্বর পর্যন্ত। আমাদের রেজিস্ট্রির দিনও ছোট একটা কাজ আছে। দেখা যাক কীভাবে সব সামলাই। কাজের চাপে বিয়ের আগের উত্তেজনা টের পাচ্ছি না।’ শত ব্যস্ততার মাঝেও দুজনে একসঙ্গে গিয়ে বিয়ের আংটি কিনেছেন।

বিয়ের পরে গৌরবের ভবানীপুরের বাড়িতে উঠবেন দেবলীনা। এই বাড়িতেই একসময় থাকতেন মহানায়ক উত্তম কুমার। সে বাড়িতে নিয়মিত যাতায়াত রয়েছে অভিনেত্রীর। তবে পাকাপাকি ভাবে নিজের বাড়ি ছাড়তে হবে ভেবে মন খারাপ দেবলীনার।গৌরবের বোন মউ-এর বান্ধবী দেবলীনা। মউয়ের বিয়ের সূত্রেই আলাপ দুজনের। বিয়ের সঙ্গীতের অনুষ্ঠানে দেবলীনার ডান্স পার্টনার ছিলেন গৌরব। একজন পাকা নৃত্যশিল্পী, অন্যজন একদমই নাচতে পারেন না। এই বৈপরীত্যই বোধহয় মিলিয়ে দিল দুজনকে!

এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন গৌরব। এর আগে ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বিয়ে হয়েছিল গৌরবের। তিন বছর পর ভেঙে যায় সেই সম্পর্ক। অতীত ভুলে এখন দেবলীনাকে নিয়ে নতুন সংসার গোচ্ছাছেন গৌরব।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নীল-তৃণা, পাকা খবর দিলেন টলিউডের এই পাওয়ার কাপল

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest