দোলের আগেই রং মেখে নেট দুনিয়ায় হাজির গুনগুন

কী ভাবে খারাপ নজর কাটাবে গুনগুন? গানে গানে জানিয়েছে, লেবু কেটে ঝুলিয়ে দিলেই সব সমস্যার সমাধান।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুটুপিসির রিসেপশনে ব্যান্ডপার্টির ড্রেসে সেজে ওঠার পর গুনগুন দোলে সাজছে ঐশ্বর্য রাই বচ্চন! শুধু সাজা? গানে গানে সে যে কথা বলেছিল সেই কথা তাঁর ভঙ্গিতেই সামনে আসছে এ বার। কী কথা বলবে গুনগুন ২৮ মার্চ দোলের সন্ধেবেলা? জানাবে, কী ভাবে পাতিলেবু নজর কাটিয়ে দেয়।

সঞ্জয় লীলা বনশালির ‘হাম দিল দে চুকে সনম’-এ ঠিক যে ভাবে বলেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। দোল উপলক্ষে সে দিন মুখোপাধ্যায় বাড়িতে গান-বাজনা, আড্ডার আসর বসবে। সেখানেই ‘বুড়ি নজর’ কাটানোর দাওয়াই দেবে গুনগুন। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া অনুষ্ঠানের মুহূর্ত তেমনটাই বলছে।

আরও পড়ুন: ”অন্তর্বাস পরেননি কেন?” সোশ্যালে মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে Darshana Banik

ভিডিয়োয় দেখা গিয়েছে, অনুষ্ঠানে গুনগুনের সাজ ঐশ্বর্যের মতোই। জয়পুরী রঙিন ঘাঘরা-চোলি, কাচের চুড়ি, সিঁথিপাটি, টানা নথ, সঙ্গে নিখুঁত নাচের ছন্দ। দোলের সন্ধেবেলা যে গুনগুনের একার উপস্থিতিতেই জমে যাবে, সহজেই তা অনুমান করতে পারছেন অনুরাগীরা।

কী ভাবে খারাপ নজর কাটাবে গুনগুন? গানে গানে জানিয়েছে, লেবু কেটে ঝুলিয়ে দিলেই সব সমস্যার সমাধান। প্রিয় মানুষের দিকে আর কারওর খারাপ নজর পড়বে না। গুনগুন কি ঠারেঠোরে সৌজন্য আর তিন্নি দিদির কথাই বোঝাল? উৎসবের এক সপ্তাহ আগে থেকে সৌজন্যকে সঙ্গে নিয়ে সবাইকে নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে সে। তার আগে এক গ্লাস সিদ্ধির সরবতও খেয়ে নিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest