Harassment: Bhojpuri Actress Priyansu Singh Accuses Co-Star Puneet Singh Of Rape

Harassment: ‘মাতাল হয়ে আমায় বাধ্য করে…’, সহ-অভিনেতার নামে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সহ অভিনতা পুনীত সিং রাজপুতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন ভোজপুরী জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংশু সিং৷ অভিযোগে জানিয়েছেন, পুনীত বিকৃতমনস্ক কাজকর্ম করতে তাঁকে বাধ্য করেছিল৷

কীভাবে পুনীতের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় ও পরিস্থিতি খারাপ হয়, নিজের মুখে সবটাই জানিয়েছেন এই ভোজপুরী অভিনেত্রী।  এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, ‘কেরিয়ারে ভালো জায়গায় থাকার সময়তেই সোশ্যাল মিডিয়ায় পুনীত সিং রাজপুতের সঙ্গে প্রথম কথা হয়। সেই প্রথম কথোপকথন শুরু করে। আমার সঙ্গে খুব মিষ্টি আর ভদ্র ব্যবহার করত। যেহেতু সে চলচ্চিত্র শিল্পে আসতে চাইত, সেহেতু আমাকে ব্যবহার করে। আমার পরিচিতর মাধ্যমে কাজ পেতে চাইছিল। আমিও দিনদিন ওকে বিশ্বাস করে ফেলি। আমাকে সবসময় বলত বিয়ে করবে আমায়। কিছু সময় পর বাড়িতে আসাও শুরু করে দিল।’

আরও পড়ুন: Yogi Aditynath: যোগীর পা ছুঁয়ে প্রণাম রজনীকান্তের, সমালোচনা ঝড় নেটপাড়ায়

‘একদিন, যখন আমি একা ছিলাম, সে হঠাৎ মাতাল হয়ে আমার বাড়িতে আসে এবং আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে, আমি কান্নাকাটি করে তাকে আগের রাতের ঘটনা এবং জবরদস্তি সম্পর্কে বললাম। আমি তাকে এটাও সতর্ক করেছিলাম যে আমি থানায় যাব। সে কাঁদল এবং আমার কাছে ক্ষমা চাইল। এবং আমাকে এই বলে সান্ত্বনাও দিল যে  তার পরিবারকে রাজি করালে আমাকে শীঘ্রই বিয়ে করবে। আমিও তা বিশ্বাস করি। কারণ ও সবসময় বলত, আমাকে পছন্দ করে এবং আমাকে বিয়ে করবে। কিন্তু পুনীত আবারও একই কাজ করে। আবার আমার উপর জোর করে। আমাকে এমন কিছু করতে বাধ্য করা হয়েছে, যা আমি করতে চাইনি। সে আমার চুল ধরে আমাকে সেই কাজ করতে বাধ্য করেছিল।’

বেশ কিছু ভোজপুরী মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছেন প্রিয়াংশু ও পুনীত৷ভোজপুরী অভিনেত্রী জানান, তিনি কখনও চাননি এভাবে এসব কথা বাইরে আসুক। তাঁর মতে, ‘কোনও মেয়েই চায় না সমাজকে জানাতে সে একটা বিষাক্ত সম্পর্কে আছে। তবে আমি এখন চাই বিষয়গুলোর ফয়সালা হোক, যত তাড়াতাড়ি সম্ভব ন্যায় বিচার চাই।’

আরও পড়ুন: Jawan Update: দেশে মাত্র ১৫ মিনিটেই ‘সোল্ড’ জওয়ানের টিকিট, বাংলাদেশে কবে মুক্তি পাবে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest