Have you heard Ranu Mandal's Version of the Viral song 'Kancha Badam'? Video Goes Viral

‘কাঁচা বাদাম’ গান এবার রানু মণ্ডলের গলায়, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, শুনেছেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নেটজগতে গত কয়েকদিন একা রাজত্ব করে চলেছে কাঁচা বাদাম। হ্যাঁ, সত্যিই তাই চলছে, একটি বাদাম গানে এখন এপার বাংলা আর ওপার বাংলা এক হয়ে গিয়েছে। ফেসবুক, ইউটিউব খুললেই এখন একটাই গান ‘কাঁচা বাদাম”। বীরভূমের এক গ্রামে ভুবন বাদ্যকার নামের ফেরিওয়ালার গান এখন সবার মুখে মুখে ফিরছে। আর সেই গান এবার শোনা গেল রানাঘাটের রানু মন্ডলের গলায়।

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর। বাদাম বেচেই দিন কাটে তাঁর। সঙ্গে মজাদার সব গানও গেয়ে থাকেন পসার জমানোর সুবাদেই। অধিকাংশ গানই আঞ্চলিক কিংবা তাঁর নিজের রচিত। ভুবনবাবুরই ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ গানখানা সম্প্রতি জোরদার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক থেকে ইউটিউব, তাঁর গানের ভিডিয়ো, রিলস-এর ছড়াছড়ি। তাঁর গাওয়া গানের ভিডিয়োটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন কয়েক মিলিয়ন দর্শক। আর সেই ট্রেন্ডে শামিল হলেন রানু মণ্ডলও।

নিজের মতো করেই গানটি গেয়েছেন তিনি। গানের কথাতেও সামান্য তফাত রয়েছে। ভিডিওটি দেখে দু’হাজারেরও বেশি মানুষ মন্তব্য করেছেন। কেউ প্রশংসা করে লিখেছেন, “গানটা শোনার পর আমরা প্রত্যেকেই গুনগুন করছি … সুন্দর বেশ কথা, সুর … উনি ওনার মত ভাল গেয়েছেন।”।  “রানু দির মুখে তো শুনলাম, এখন হিরো আলমের কন্ঠে শুনতে বাকি”, এমন মন্তব্যও করা হয়েছে।

রানাঘাট স্টেশন থেকে সোজা বলিউড। রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল রানু মণ্ডলের। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান করেছেন তিনি। তবে সেই উড়ান বেশিদিন ধরে রাখতে পারেননি রানু। খ্যাতিকে সঙ্গে নিয়েই ফিরেছেন রানাঘাটের ভাঙা বাড়িতে। যেন পুরনো অন্ধকারে ডুব দিয়েছেন। বর্তমানে সেখানেই থাকছেন তিনি। তবে রানু মণ্ডলের উথ্থান আজও অনেককে ভরসা দেয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest