Health update : Actress Aindrila Sharma 16 November suffers from an episode of cardiac arrest

Aindrila: আচমকা হার্ট আটক অ্যাটাক ঐন্দ্রিলার,অবস্থা আরওসঙ্কটজনক,জানাল হাসপাতাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্ট্রোকের পর এ বার হৃদ্‌রোগেও আক্রান্ত অভিনেত্রী। আরও সঙ্কটজনক ঐন্দ্রিলা শর্মা(Aindrila Sharma)।হাসপাতাল সূত্রে খবর এমনটাই।পর পর হার্ট অ্যাটাক। অবস্থা স্থিতিশীল নয়। দেওয়া হয়েছে ‘সিপিআর’। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, স্ক্যান রিপোর্টে দেখা যায়, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার।

মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, ঐন্দ্রিলার মাথার একপাশে রক্ত জমাট বেঁধেছে। ব্রেন স্ট্রোকের পর যেদিকে অস্ত্রোপচার হয়েছিল, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। আকারে এতটাই ছোট, যে অস্ত্রোপচার করা সম্ভব নয়। ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হচ্ছে। তাছাড়াও ঐন্দ্রিলার জ্বর কমছে না। নতুন সংক্রমণ ধরা পড়েছে শরীরে। নতুন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও জ্বর না কমায় চিন্তায় চিকিৎসকরা। গত সপ্তাহের তুলনায় তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই মনে করছেন চিকিৎসকরা।

সোমবার রাতে ঐন্দ্রিলার (Aindrila Sharma)জন্য প্রার্থনা করার আবেদন জানিয়ে ফেসবুকে পোস্ট করেন সব্যসাচী। তিনি লেখেন, “কোনওদিন এটা এখানে এখানে লিখব ভাবিনি। আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। একটি অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা। অতিপ্রাকৃতর জন্য প্রার্থনা। সে লড়ে যাচ্ছে সব প্রতিকূলতার বিরুদ্ধে, মানুষের সীমার বাইরে।”

১ নভেম্বর থেকে আচমকা ব্রেন স্ট্রোক হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন  ঐন্দ্রিলা শর্মা। এর আগে দু’বার ক্যান্সারকে হারিয়ে কাজে ফিরেছিলেন অভিনেত্রী। কিন্তু জীবনযুদ্ধে ফের লড়াই শুরু তাঁর। প্রায় বছর সাতেক আগে ২০১৫ সালে শিরদাঁড়ার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। বছরভর দীর্ঘ লড়াইয়ের পর, গত বছরের শেষে জানা যায় দ্বিতীয়বার ক্যান্সারকে হারিয়েছেন তিনি। একাধিকবার ঝুঁকিপূর্ণ সার্জারির পর চলেছে কেমোথেরাপি, রেডিয়েশন। তবুও মুখের হাসি কখনও অমিল হতে দেখেননি কাছের মানুষেরা। বারবার পড়ে গিয়েও, গা ঝেড়ে আবার উঠে দাঁড়িয়েছেন ঐন্দ্রিলা শর্মা(Aindrila Sharma)। এখন সকলের অপেক্ষা, ফিট হয়ে, হাসি মুখেই তাঁর ফেরার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest