Heart Of Stone: First Look Of Alia Bhatt As Keya Dhawan

Alia Bhatt: হলিউডে অ্যাকশন থ্রিলারে অন্য অবতার, ‘হার্ট অফ স্টোন’-এ নজরকাড়া আলিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এই প্রজন্মের অন্যতম সফল বলিউড নায়িকা তিনি। এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি আলিয়া ভাট। হলিউডে অভিষেক হচ্ছে কাপুর খানদানের বহুরানির। ‘হার্ট অফ স্টোন’ ছবির সঙ্গে নতুন জার্নি শুরু হবে আলিয়ার, শনিবার প্রকাশ্যে এল নেটফ্লিক্সের এই থ্রিলারের ফার্স্ট লুক। এই ছবিতে আলিয়ার কো-স্টার হিসাবে দেখা মিলবে গেল গ্যাডট, জেমি ডরমানদের। আলিয়ার হলিউড ডেবিউ পরিচালনার দায়িত্বে রয়েছেন টম হারপার।

ছবিতে সিআইএ এজেন্টের চরিত্রে দেখা যাবে অভিনেতা গেল গ্যাডটকে। তিনি বলেছেন, ‘‘হার্ট অফ স্টোন দুর্দান্ত হতে চলেছে। একেবারে অ্যাকশন থ্রিলারে মোড়া এই ছবি। এমন ভাবে এই ছবি তৈরি করা হয়েছে, যাতে দর্শকরা বাস্তবের সঙ্গে মিল খুঁজে পান।’’

আরও পড়ুন: কলকাতায় রাজপথে দ্যুতি ছড়ালেন Jaya Ahsan, যোগ দেবেন ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’-এ

ভারতীয় সিনে দুনিয়ায় এই ছবি ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে আলিয়ার জন্যই। অতীতে এই ছবিতে অভিনয়ের প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, ‘‘হলিউডে আমার প্রথম কাজ। ইংরেজি ছবি করার অভিজ্ঞতা। তার উপর আমি অন্তঃসত্ত্বা। চ্যালেঞ্জটা সেখানেই ছিল। কারণ, ‘হার্ট অব স্টোন’ অ্যাকশন ফিল্ম। দৌড়ঝাঁপ করতে হয়েছে। তবে ইউনিটের সবাই সব কিছু এত সহজ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। নির্বিঘ্নে, আরামে কাজ শেষ করেছি। যে আতিথেয়তা, যত্ন পেয়েছি, আমি কখনও ভুলব না।’’

কেয়া ধাওয়ানের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। তবে তাঁর চরিত্রের ব্যাপারে এখনও বিশদে কিছু জানানো হয়নি। আগামী বছর নেটফ্লিক্সে এই ছবি মুক্তি পাবে।

আরও পড়ুন: Ira Khan: ঠোঁটে ঠোঁট রেখে বিয়ের প্রস্তাব! ফিল্মি কায়দায় বাগদান সেরে ফেললেন আমিরকন্যা ইরা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest