সংক্রমণের কোপ! মারা গেলেন ‘ছিছোড়ে’ অভিনেত্রী, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

ডিজনি+হটস্টারের ‘ক্রিমিনাল জাস্টিস’-এর দ্বিতীয় সিজনে তাঁকে দেখা গিয়েছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মরাঠি ও হিন্দি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালের অভিনেত্রী অভিলাষা পাটিল। দেশের বিভিন্ন অংশ থেকে মানুষের মারা যাওয়ার খবর আসছে। বাদ যাচ্ছে না চলচ্চিত্র জগতও। এবার করোনা কেড়ে নিল আরও এক প্রাণ। ‘ছিছোরে’ ও ‘গুড নিউজ’ হিন্দি সিনেমায় কাজ করেছিলেন তিনি। এছাড়া বহু জনপ্রিয় মারাঠি ছবি, যেমন ‘তুঝা মুঞ্ঝা অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘বায়কো দেতা কা বোয়কো’, ‘পিপসি’-তে অভিনয় করেছেন তিনি।

জানা গিয়েছে, বারাণসীতে শ্যুটিং করছিলেন আভিলাষা। সেখানই তাঁর জ্বর আসে। এরপর মুম্বইতে ফিরে আসেন তিনি। ভর্তি করা হয়েছিল মুম্বইয়েরই এক বেসরকারি হাসপাতালে। বেশ কয়েকদিন আইসিইউতে জীবনমরণ লড়াইয়ের পর বুধবার রাতে মাত্র ৪৭ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী।

আরও পড়ুন: ‘আরও একটা কাশ্মীর হচ্ছে বাংলা’, বিতর্কিত টুইটের জেরে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড

অভিলাষার মৃত্যুতে শোকের ছায়া মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বহু তারকা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর অকাল প্রয়ানে শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন। অভিনেতা-পরিচালক শশাঙ্ক উদাপুরকার, যিনি অভিলাষার সঙ্গে ‘প্রবাস’ ছবিতে কাজ করেছেন জানান, ‘অভিলাষা খুব পরিশ্রমী, সৎ ও প্রাণবন্ত শিল্পী ছিল। আমি ভাষা হারিয়ে ফেলেছি।’

ডিজনি+হটস্টারের ‘ক্রিমিনাল জাস্টিস’-এর দ্বিতীয় সিজনে তাঁকে দেখা গিয়েছে। ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’, ‘ছিছোরে’, ‘গুড নিউজ’, ‘মালাল’-এর মতো হিন্দি সিনেমাতে পার্শ্ব চরিত্রে কাজ করেছেন। বাপমানুষ-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। এটি অন্যতম মরাঠি জনপ্রিয় শো।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি অরিজিৎ সিং-এর মা, প্রয়োজন এ নেগেটিভ রক্তের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest