Site icon The News Nest

Hoichoi: নারী দিবসে অন্য শুভশ্রী, হইচইতে আসছে ‘ইন্দুবালার ভাতের হোটেল’

Suabhashree Ganguly

৮ মার্চ নারী দিবসে আসছে ইন্দুবালা। হইচইতে আসছে ‘ইন্দুবালার ভাতের হোটেল’।

ট্রেলারের দৃশ্যে মিলে মিশে গেল বাংলাদেশে কাটানো ইন্দুবালার ছোটবেলা, আর বিয়ের পর তাঁর কলকাতার বাড়ি। আর তারপরই দেখা গেল উত্তর কলকাতার ইন্দুবালার পুরনো বাড়ির সামনে টাঙানো ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর হোর্ডিং, ঠিকানায় লেখা ১৪ /২ ছেনু মিত্র লেন কলকাতা ৭০০০০৯। বৃদ্ধ বয়সে রান্নার প্রতি ভালোবাসা থেকেই কলকাতায় ভাতের হোটেল খুলেছেন ইন্দুবালা। ভাঙা রান্নাঘরের ছবি তুলে কী হবে? প্রশ্ন করতেই ঠাকুমাকে ইন্দুবালার নাতনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ‘ইন্দুবালা ভাতের হোটেল’-গ্রুপের কত মেম্বার তুমি জানো?’ ২০ ফেব্রুয়ারি ভাষাদিবসের ঠিক আগে মুক্তি পাওয়া ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর ট্রেলারে এভাবেই উঠে এল ইন্দুবালা ও তাঁর ভাতের হোটের গল্প।

ট্রেলারের পরবর্তী অংশে দেখা গেল ইন্দুূবালার বর্তমান পরিবার, তাঁর ছেলেমেয়ে নাতি নাতনি, তাঁদের সঙ্গে কথা বলতে গিয়ে পুরনো স্মৃতিতে ফিরে গেলেন ইন্দুবালা।  দেখানো হয়েছে ১৯৭০-এর নকশাল আন্দোলনের সঙ্গে ইন্দুবালার জড়িয়ে যাওয়া। এভাবেই অতীত ও বর্তমানে মিলে মিশে গিয়েছে ইন্দুবালার জীবনের গল্প, তাঁর ভাতের হোটেলের গল্প।

পরিণীতা, হাবজি গাবজি, বৌদি ক্যান্টিন, একের পর এক ছবি আলোচনার কেন্দ্রে। বলাই যায় কেরিয়ারের পিকে রয়েছেন। এমন সময় ওটিটি-তে ডেব্যু! ভাল কথা!, তাই বলে গ্ল্যামাররের ছিটেফোঁটাও নেই, এমন এক চরিত্রে? সেই সাহস করলেন শুভশ্রী। দীর্ঘ বিরতির পর এসভিএফ এর সঙ্গে এটাই হতে চলেছে শুভশ্রীর প্রথম কাজ। শুভশ্রীর ডিগ্ল্যামারাইসড লুক নিয়ে বেশ কয়েক মাস ধরেই চর্চা চলেছে সোশ্যাল মিডিয়ায়।

অল্পবয়সী ইন্দুবালার চরিত্রে অভিনয় করেছেন পারিজাত চৌধুরী, শুভশ্রী, পারিজাত ছাড়াও অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, স্নেহা চট্টোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়।৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-সকলের জন্য খুলে যাবে।

 

 

Exit mobile version